যেদিন ট্রাম্প-বাইডেন ডায়ালগ হবে, সেদিন আমিও ডায়ালগ করব: প্রধানমন্ত্রী

মঙ্গলবার বিকেলে গণভবনে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: টিভি থেকে নেওয়া

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, 'যেদিন ট্রাম্প আর বাইডেন ডায়ালগ করবে, সেদিন আমিও ডায়ালগ করব।'

আজ মঙ্গলবার বিকেলে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ কথা বলেছেন।

সংবাদ সম্মেলনে সাংবাদিক মঞ্জুরুল আহসান বুলবুল প্রশ্ন করেন, 'কোন বিদেশি শক্তি আমাদের চোখ রাঙাচ্ছে আমাদের সরকারের দিকে? নির্বাচন নিয়ে আমরা অনিশ্চয়তার মধ্যে আছি। নির্বাচন কি আদৌ হবে? বা যথাসময়ে হবে? নাকি জরুরি ব্যবস্থা আসবে?'

জবাবে প্রধানমন্ত্রী বলেন, 'নির্বাচন হবে যথাসময়েই হবে। কে চোখ রাঙাল আর কে চোখ বাঁকাল, আমরা তার পরোয়া করি না। কারণ অনেক সংগ্রাম করে ভোট ও ভাতের আন্দোলন করেই আমরা বাংলাদশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছি।'

তিনি বলেন, 'গণতন্ত্র থাকলে, নির্বাচিত সরকার থাকলে, বিশেষ করে আওয়ামী লীগ সরকার থাকলে যে দেশের উন্নতি হয়, এটা আপনারা নিশ্চয়ই বিশ্বাস করেন।'

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, 'আমরা মাত্র সময় পেয়েছি ১৪ বছর। এর মধ্যে যে উন্নয়ন হয়েছে, এটা শুধু ঢাকার মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে বা টানেল দিয়ে না, সারা বাংলাদেশে। পরিবর্তন আমি তৃণমূল থেকে করেছি।'

নির্বাচনের আগে সংলাপের প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী আরও বলেন, 'যারা খুন করার পরেও বলে ডায়ালগ করতে হবে। কার সঙ্গে ডায়ালগ করতে হবে? ট্রাম্প সাহেবের সঙ্গে কি বাইডেন ডায়ালগ করছে? যেদিন ট্রাম্প আর বাইডেন ডায়ালগ করবে, সেদিন আমিও ডায়ালগ করব। কার সাথে ডায়ালগ, খুনিদের সাথে কীসের ডায়ালগ?'

Comments

The Daily Star  | English

Next nat'l polls: BNP urges CA, CEC to disclose what they discussed

Ensuring free and fair polls is now the main responsibility of EC and govt, he says

1h ago