রাজনৈতিক দলগুলোর সঙ্গে অন্তর্বর্তী সরকারের সংলাপ শনিবার

ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে কথা বলছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ছবি: সংগৃহীত

আগামী শনিবার ৫ অক্টোবর দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসবে অন্তর্বর্তী সরকার।

আজ বুধবার ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি জানান, ছয়টি সংস্কার কমিশন এবং দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এ সংলাপ অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, 'আগামী ২-৩ দিনের মধ্যে কমিশনগুলো পূর্ণাঙ্গ হবে আশা করি। প্রধান হিসেবে যাদের নাম ঘোষণা করা হয়েছিল, তারা ইতোমধ্যে কাজ করছেন। যারা কমিশনের সদস্য হবেন, তাদের নামগুলো স্ক্রিনিং হচ্ছে।'  

কতক্ষণ সংলাপ হবে বা একদিনেই সবার সঙ্গে সংলাপ হবে কিনা, জানতে চাইলে তিনি বলেন, এটি একটি চলমান প্রক্রিয়া আলোচনার দিনই সংলাপের সময় বাড়ানো নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

এক প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন, 'কমিশনের কাজ শেষ হবে ৩১ ডিসেম্বর। তারপর রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ হবে যে কীভাবে সংস্কারগুলো করা হবে।'

Comments

The Daily Star  | English

Govt forms new Election Commission

The new EC will be led by former secretary AMM Nasir Uddin

20m ago