রাজশাহীতে আগুন জ্বালিয়ে রেলপথ অবরোধের ঘটনায় মামলা

অগ্নিসংযোগ করে রেললাইন অবরোধ করা হয়। ছবি: সংগৃহীত

গত রোববার রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) চারুকলা বিভাগের সামনে রেললাইনের ওপর আগুন জ্বালিয়ে অবরোধ করার ঘটনায় স্থানীয় রেলওয়ে পুলিশ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ রেলওয়ে পশ্চিম জোনের উপ-সহকারী প্রকৌশলী ভবেশ চন্দ্র রাজবংশী বাদী হয়ে রাজশাহী জেনারেল রেলওয়ে পুলিশ থানায় এ মামলা দায়ের করেন।

বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করে জেনারেল রেলওয়ে পুলিশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোপাল কর্মকার জানান, মামলায় ২০০ থেকে ৩০০ জন অজ্ঞাতনামা বিক্ষুব্ধ জনতাকে আসামি করা হয়েছে। বিশেষ ক্ষমতা আইনের আওতায় দায়ের করা এই মামলায় আগুন জ্বালিয়ে রেললাইন অবরোধ এবং প্রায় ১৮ হাজার টাকার রেলওয়ে সম্পদ ক্ষতিসাধন করার অভিযোগ আনা হয়েছে।

মামলার বিবরণে বলা হয়েছে, আগুন জ্বালিয়ে রেললাইনের ওপর বিক্ষোভ করার সময় বিক্ষুব্ধ জনতা ৯২টি ইলাস্টিক রেলক্লিপ খুলে নিয়ে যায়। তারা ৩টি কাঠের স্লিপারের ক্ষতিসাধন করে এবং ১টি কাঠের স্লিপার চুরি করে নিয়ে যায়।

Comments

The Daily Star  | English
Fuel prices cut

Fuel prices cut by Tk 1 per litre

Tk 104 for diesel and kerosene, Tk 121 for petrol, and Tk 125 for octane

11m ago