রাজশাহীতে গাছ থেকে আম সংগ্রহ শুরু ১৫ মে

রাজশাহীতে গাছ থেকে আম সংগ্রহ হবে আগামী ১৫ মে থেকে। আম সংগ্রহ ও বাজারজাত করার জন্য ম্যাংগো ক্যালেন্ডার অনুযায়ী ১৫ মে-এর আগে আম বাজারে বিক্রি করা যাবে না।
আজ বুধবার রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আক্তারের সভাপতিত্বে আম চাষি, ব্যবসায়ী ও কৃষিবিদদের সাথে এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জেলা প্রশাসক বলেন, ১৫ মে থেকে গুটি জাতের আম সংগ্রহ ও বাজারজাত করা যাবে।
অন্যান্য জাতের আমের তারিখও চূড়ান্ত করা হয়েছে। ২০ মে গোপালভোগ, রানীপছন্দ (লক্ষণভোগ নামেও পরিচিত); ২৫ মে হিমসাগর ও ক্ষীরসাপাত; ৩০ মে লেংড়া; ১০ জুন ফজলি।
আশ্বিনা, বারি-৪ এবং গৌরমতী আম যথাক্রমে ৫ জুলাই, ১০ জুলাই এবং ১৫ জুলাই সংগ্রহ করা যাবে। তবে কাটিমন এবং বারি-১১ জাতের আম সারা বছর ধরে সংগ্রহ ও বিক্রি করা যাবে।
জেলা প্রশাসক আফিয়া আক্তার আরও বলেন, নির্বাহী ম্যাজিস্ট্রেটরা বাগান এবং বাজার তদারকি করবেন এবং কেউ যদি ক্যালেন্ডার লঙ্ঘন করে তবে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
তবে, চাষীরা সংশ্লিষ্ট উপজেলা কর্তৃপক্ষের অনুমতি নিয়ে নির্ধারিত সময়ের আগেই আম সংগ্রহ করতে পারবেন, বিশেষ করে যদি প্রতিকূল আবহাওয়ার সম্ভাবনা থাকে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক সাবিনা বেগম জানান, এ বছর জেলায় ১৯ হাজার ৬০৩ হেক্টর জমি থেকে আমের উৎপাদন ২ লাখ ৬০ হাজার টনে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।
Comments