ক্যাপিটল হিলে হামলা: নিজেকে নির্দোষ দাবি ট্রাম্পের, পরবর্তী শুনানি ২৮ আগস্ট

ম্যানহাটনের আদালতে পৌঁছানোর পথে ভক্তদের উদ্দেশ্যে হাত নাড়েন ট্রাম্প। ছবি: রয়টার্স
রয়টার্স ফাইল ফটো

ক্যাপিটল হিলে হামলার মাধ্যমে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল পাল্টে দেওয়ার ষড়যন্ত্রে অভিযুক্ত ডোনাল্ড ট্রাম্প ওয়াশিংটন ডিসির আদালতে হাজির হয়েছেন বৃহস্পতিবার।

সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প আদালতে নিজেকে নির্দোষ দাবি করেছেন বলে সিএনএনের প্রতিবেদনে জানানো হয়েছে। 

আদালতের বিচারক মজিলা উপাধ্যায় জানান, মামলার পরবর্তী শুনানি আগামী ২৮ আগস্ট স্থানীয় সময় সকাল ১০টায় হবে।

মামলার পরবর্তী কার্যক্রম চলবে ডিস্ট্রিক্ট জজ তানিয়া চুটকানের আদালতে।

পরের শুনানিতে মামলার বিচার শুরুর তারিখ জানানো হতে পারে।

২০২০ সালের নির্বাচনকে কেন্দ্র করে ২০২১ সালের ৬ জানুয়ারি হামলা হয় ক্যাপিটল হিলে, যেখানে দেশটির আইনসভা বা কংগ্রেস ভবন অবস্থিত।

ওই নির্বাচনে জো বাইডেনের বিজয় অনুমোদনের জন্য মার্কিন আইনপ্রণেতারা যখন পার্লামেন্ট হাউজ ক্যাপিটল হিলে কংগ্রেসের যৌথ অধিবেশনে বসেন, তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কয়েকশ উগ্র সমর্থক সেখানে গিয়ে ভবনের নিরাপত্তা ব্যারিকেড ভেঙে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায়। পুলিশের বাধা ভেঙে ভবনে ঢুকে পড়ে, ভাঙচুর চালায়। 

ওই ঘটনায় স্পেশাল কাউন্সেল জ্যাক স্মিথের এক তদন্তে সাবেক প্রেসিডেন্টকে অভিযুক্ত করা হয়েছে।

ট্রাম্পের বিরুদ্ধে ৪টি অভিযোগ আনা হয়েছে। এগুলো হলো-রাষ্ট্রের সঙ্গে প্রতারণা, দাপ্তরিক কাজে বাধা দেওয়ার ষড়যন্ত্র এবং দাপ্তরিক কাজে বাধা দেওয়ার চেষ্টা ও নাগরিক অধিকারের বিপক্ষে ষড়যন্ত্র। 

জ্যাক স্মিথের অফিসের প্রসিকিউটররা ডোনাল্ড ট্রাম্পকে শুনানির আগে আটকের জন্য কোনো আবেদন করেননি।

ট্রাম্পকে শর্ত দেওয়া হয় যে তিনি কোনো অ্যাটর্নি ছাড়া মামলার কোনো সাক্ষীর সঙ্গে যোগাযোগ করতে পারবেন না।

ট্রাম্প দাঁড়িয়ে ডান হাত তুলে শর্ত মেনে চলবেন বলে জানান। শর্ত মেনে একটি কাগজে সইও করেন তিনি।

ট্রাম্পকে ম্যাজিস্ট্রেট মজিলা জিজ্ঞাসা করেন যে ৪ অভিযোগের বিষয়ে তিনি কী বলবেন। ট্রাম্প বলেন, 'দোষী নই।'

এ ধরনের অপরাধ প্রমাণিত হলে একজন মার্কিন নাগরিকের সর্বোচ্চ ২০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।

এর আগে বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ১টায় তিনি নিউজার্সি থেকে ব্যক্তিগত উড়োজাহাজে ওয়াশিংটনের উদ্দেশে রওনা হন।

ট্রাম্পকে হয়ত শিগগিরই একই অভিযোগে জর্জিয়ার আদালতে হাজির হতে হবে। সেখানেও এক প্রসিকিউটর ট্রাম্পের বিরুদ্ধে প্রেসিডেন্ট নির্বাচন বাতিলের ষড়যন্ত্রের অভিযোগের তদন্ত করছেন।

আটলান্টা-এরিয়া প্রসিকিউটর ফানি উইলিসের বরাত দিয়ে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, আগস্টের মাঝামাঝি এ অভিযোগ আদালতে উপস্থাপন করা হতে পারে।

Comments

The Daily Star  | English
The Indian media and Bangladesh-India relations

The Indian media and Bangladesh-India relations

The bilateral relationship must be based on a "win-win" policy, rooted in mutual respect, non-hegemony, and the pursuit of shared prosperity and deeper understanding.

8h ago