মোদি ভয়ে আছেন: রাহুল গান্ধী

‘বিজেপি নেতারা বলছেন যে আমি ভারতবিরোধী শক্তিকে সহযোগিতা করছি। আমি স্পিকারকে বলেছি যে এসব অভিযোগের উত্তর দেওয়ার অধিকার আমার আছে। কিন্তু, তিনি আমাকে অনুমতি দেননি।’
রাহুল গান্ধী। ছবি: এএফপি

'আমাকে অযোগ্য ঘোষণা করা হয়েছে। কারণ, প্রধানমন্ত্রী আমার পরবর্তী বক্তব্যের ভয়ে আছেন। তার চোখে ভয় দেখেছি। এ জন্য তারা আমাকে পার্লামেন্টে কথা বলতে দিতে চায় না।'

আজ শনিবার দিল্লিতে সংবাদ সম্মেলনে কথাগুলো বলেন ভারতের জাতীয় কংগ্রেস নেতা রাহুল গান্ধী।

বিজেপি ক্ষমা চাইতে বলায় তিনি বলেন, 'আমার নাম বীর সাভারকার (হিন্দু জাতীয়তাবাদী নেতা) নয়, আমি গান্ধী। আমি ক্ষমা চাইবো না।'

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, রাহুল গান্ধী বিজেপির অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন যে তিনি দেশের অভ্যন্তরীণ বিষয়ে আন্তর্জাতিক তদন্ত চাননি। বরং তিনি পার্লামেন্ট স্পিকারের কাছে তার লন্ডনে দেওয়া মন্তব্যের ওপর বক্তব্য দেওয়ার অনুরোধ করেছিলেন।

'বিজেপি নেতারা বলছেন যে আমি ভারতবিরোধী শক্তিকে সহযোগিতা করছি। আমি স্পিকারকে বলেছি যে এসব অভিযোগের উত্তর দেওয়ার অধিকার আমার আছে। কিন্তু, তিনি আমাকে অনুমতি দেননি।'

রাহুল আরও বলেন, 'দেশের গণতন্ত্র রক্ষা ও সত্যের জন্য লড়াই করে যাবো। আমাকে সারা জীবনের জন্য অযোগ্য ঘোষণা করলেও বা সারা জীবন জেলে ভরে রাখলেও আমি এ কাজ চালিয়ে যাব।'

তিনি আরও বলেন, 'আমি আতঙ্কিত নই। আমি অধীর আগ্রহ নিয়ে দেখছি কী হয়।'

গত বৃহস্পতিবার গুজরাটের সুরাটের একটি আদালত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপাধি নিয়ে কটূক্তির মামলায় রাহুল গান্ধীকে ২ বছরের কারাদণ্ড দেয়।

এরপর দিন তাকে পার্লামেন্টের সদস্য পদে অযোগ্য ঘোষণা করা হয়।

Comments

The Daily Star  | English

An unholy race between buses tears two sisters apart

One killed, one injured after being run over by bus in Dhaka's Badda

52m ago