রায়বেরেলি রেখে ওয়েনাড আসন ছেড়ে দিলেন রাহুল গান্ধী, লড়বেন প্রিয়াঙ্কা

রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী। ফাইল ছবি: এএফপি
রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী। ফাইল ছবি: এএফপি

ভারতে সদ্যসমাপ্ত লোকসভা নির্বাচনে কংগ্রেস নেতা রাহুল গান্ধী উত্তরপ্রদেশের রায়বেরেলি ও কেরালার ওয়েনাড আসন থেকে বিপুল ভোটে জিতেছেন। রায়বেরেলি থেকে তিনি জিতেছেন তিন লাখ ৯০ হাজার ৩০ ভোটের ব্যবধানে। আর ওয়েনাড থেকে জিতেছেন তিন লাখ ৬৪ হাজার ৪২২ ভোটে।

নিয়ম অনুযায়ী, দুইটি কেন্দ্রের মধ্যে একটি ছেড়ে দিতে হতো রাহুলকে। সোমবার সন্ধ্যায় তিনি ঘোষণা করেছেন, তিনি রায়বেরেলি রাখছেন, ওয়েনাড ছেড়ে দিচ্ছেন। সেখান থেকে বোন প্রিয়াঙ্কা লড়বেন।

এই ঘোষণার মধ্যে দিয়ে জল্পনার অবসান হয়ে জানা গেছে, প্রিয়াঙ্কা গান্ধী নির্বাচনে লড়বেন।

বোন প্রিয়াঙ্কা, দলের সভাপতি মল্লিকার্জুন খাড়গে ও কেরালার নেতা কে সি বেনুগোপালকে পাশে নিয়ে রাহুল জানিয়েছেন, 'এই সিদ্ধান্ত নেয়া সহজ ছিল না। গত পাঁচবছর ধরে আমি ওয়েনাডের প্রতিনিধি ছিলাম। সেখানকার মানুষ আমাকে ভালোবাসা দিয়েছেন। আবার রায়বেরেলির সঙ্গে আমার পরিবারের দীর্ঘদিনের যোগ। সেখানকার মানুষও আমাকে ভালোবাসেন।'

রাহুল জানিয়েছেন, 'তিনি সংসদ সদস্য না থাকলেও আগের মতোই বারবার ওয়েনাড যাবে। আর বোন প্রিয়াঙ্কা তো থাকবেনই। প্রিয়াঙ্কা দীর্ঘদিন ধরে রায়বেরেলিতে কাজ করেছেন। ফলে দুই কেন্দ্রের মানুষ কার্যত দুইজন করে সংসদ সদস্য পাবেন।'

প্রিয়াঙ্কাও জানিয়েছেন, 'আমি ওয়েনাডের জন্য কাজ করব। সেখানে ভাইয়ার অভাব বুঝতে দেব না। আমি ওয়েনাডে সবাইকে খুশি করার চেষ্টা করব। আমি একজন ভালো জনপ্রতিনিধি হওয়ার চেষ্টা করব।'

প্রায় প্রতিটি লোকসভা নির্বাচনে প্রিয়াঙ্কাকে নিয়ম করে একটা প্রশ্ন শুনতে হয়, সেটা হলো, তিনি কি এবার ভোটে লড়ছেন? আর প্রতিবার নিয়ম করে প্রিয়াঙ্কা একটাই জবাব দিতেন, তার ভোটে দাড়ানোর কোনো ইচ্ছে নেই। প্রতিবার মায়ের কেন্দ্র রায়বেরেলি ও ভাইয়ের সাবেক কেন্দ্র আমেঠির জন্য কাজ করতেন তিনি। বস্তুত, এই দুইটি কেন্দ্রের নির্বাচনী প্রচারণার দেখভালও তিনিই করতেন।

এবার সেই প্রিয়াঙ্কা ভোটে প্রার্থী হচ্ছেন, সেটাও কেরালা থেকে। রাহুলের জিতে আসা কেন্দ্রে প্রিয়াঙ্কা লড়বেন। কংগ্রেসের কাছে এই কেন্দ্রে গান্ধী পরিবারের কাউকে রাখা জরুরি ছিল। কারণ, ২০২৬ সালে কেরালায় বিধানসভা নির্বাচন। বামপন্থীদের হাত থেকে ক্ষমতা ছিনিয়ে নেয়ার আশা করছে কংগ্রেস। সেখানে তারা এমন কোনো পদক্ষেপ নিতে চাননি, যার জন্য মানুষ তাদের উপর বিন্দুমাত্র ক্ষুব্ধ হন। রাহুলের জায়গায় তাই প্রিয়াঙ্কাকে দাঁড় করানো হয়েছে।

বিজেপি অবশ্য এই ঘোষণার পরেই আবার কংগ্রেসের পরিবারবাদ নিয়ে সোচ্চার হয়েছে।

পিটিআই, এএনআই

Comments

The Daily Star  | English

Will protect investments of new entrepreneurs: Yunus

Yunus held a meeting with young entrepreneurs at the state guest house Jamuna where15 male and female entrepreneurs participated

6h ago