ইমরান খানের বাসায় পুলিশের অভিযান

ইমরান খান
পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ। ১৮ মার্চ ২০২৩। ছবি: ডন থেকে নেওয়া

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের লাহোরের বাড়িতে অভিযান চালিয়েছে পুলিশ।

আজ শনিবার সকালে ইমরান খান ইসলামাবাদ জেলা ও দায়রা জজ আদালতে তার বিরুদ্ধে দায়ের করা দুর্নীতি মামলার শুনানিতে অংশ নিতে লাহোরের জামান পার্ক বাসভবন থেকে রাজধানী ইসলামাবাদের উদ্দেশে রওনা দেওয়ার পর তার বাসায় পুলিশ এই অভিযান চালায়।

পাকিস্তানের সংবাদমাধ্যম ডন ও জিও নিউজ এ তথ্য জানিয়েছে।

জিও নিউজ জানিয়েছে, 'তোষাখানা মামলা' হিসেবে পরিচিত দুর্নীতি মামলার শুনানিতে অংশ নিতে ইমরান খান যখন লাহোর থেকে ইসলামাবাদে যাচ্ছেন তখন পাঞ্জাব পুলিশ তার বাসায় ঢোকে।

সেসময় পিটিআইয়ের অন্তত ২০ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়।

প্রতিবেদনে বলা হয়, ইমরানের বাসভবন এলাকায় অবস্থান নেওয়া দলের নেতাকর্মীদের সরিয়ে দিতে এই অভিযান চালানো হয়েছে।

অভিযানের সময় পুলিশ ঘোষণা দিয়ে বলে, 'এখানে ১৪৪ ধারা জারি করা হয়েছে। আপনারা সবাই এখান থেকে সরে যান।'

টেলিভিশন ফুটেজে দেখা গেছে, ইমরান খানের বাসভবনের মূল ফটক ভেঙে পুলিশ ভেতরে ঢুকছে। সেসময় পিটিআই কর্মীদের আটক করা হয়।

পুলিশের দাবি, অভিযান চালানোর সময় ইমরানের সমর্থকরা বাড়ির ভেতর থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে গুলি ও পেট্রোল বোমা ছুড়েছে।

গতকাল জামান পার্কে স্থানীয় প্রশাসন ও পিটিআইয়ের মধ্যে সমঝোতার পর সেখানে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়।

প্রতিবেদন অনুসারে, একটি সন্ত্রাসবিরোধী আদালত ইমরান খানের বাসায় তল্লাশি চালানোর অনুমতি দিয়েছে।

তল্লাশির সময় পুলিশ ইমরানের বাসা থেকে ককটেল বানানোর উপকরণ জব্দ করেছে বলেও এতে জানানো হয়।

Comments

The Daily Star  | English

Injured uprising protesters block Mirpur Road

Injured protesters from last year's mass uprising blocked Mirpur Road demanding medical treatment and rehabilitation

51m ago