ইমরান খানের অবস্থা ‘স্থিতিশীল’

ইমরান খান
গুলিবিদ্ধ ইমরান খানকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হচ্ছে। ছবি: রয়টার্স

গুলিবিদ্ধ পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের প্রধান ইমরান খানের অবস্থা 'স্থিতিশীল' বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম।

আজ শুক্রবার সকালে সংবাদমাধ্যম ডন ও জিও নিউজ এ তথ্য জানিয়েছে।

পিটিআই নেতা ড. ইয়াসমিন রশিদের বরাত দিয়ে জিও নিউজ জানিয়েছে, ইমরান খানের পায়ে ২টি গুলি লেগেছে।

আজ সকালে দলের কেন্দ্রীয় পাঞ্জাব শাখার সভাপতি এজাজ চৌধুরী লাহোরের শওকত খানুম হাসপাতালের সামনে গণমাধ্যমকে বলেন, ইমরান খানের 'মেডিকো-লিগ্যাল' বা শারীরিক অবস্থা নিয়ে আইনি প্রক্রিয়া শেষ হয়েছে।

পিটিআইয়ের লংমার্চ আজ স্থানীয় সময় সকাল ১১টায় আবার শুরু হবে বলে জানিয়েছে দলের ছাত্র সংগঠন ইনসাফ স্টুডেন্টস ফেডারেশন।

ফেডারেশনের টুইটে বলা হয়, লংমার্চটি রাজধানী ইসলামাবাদে যাবে।

গতকাল লংমার্চ চলাকালে পাঞ্জাবের ওয়াজিরাবাদে দল প্রধান ইমরান খানসহ ৩ জন গুলিবিদ্ধ হোন। এ ঘটনায় সন্দেহভাজন হামলাকারীকে আটক করা হয়েছে।

Comments

The Daily Star  | English

Govt cuts interest rates on savings tools

Finance ministry lowers rates on four key savings instruments

3h ago