চট্টগ্রামে ২০ হাজার মানুষ আশ্রয়কেন্দ্রে

চট্টগ্রামের একটি আশ্রয়কেন্দ্র। ছবি: সংগৃহীত

ঘূর্ণিঝড় সিত্রাং থেকে রক্ষায় চট্টগ্রাম জেলার ২০ হাজার মানুষ বিভিন্ন উপজেলার আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছেন।

চট্টগ্রাম জেলা প্রশাসনের এনডিসি মো. তৌহিদুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সিটি করপোরেশন এলাকা, বাঁশখালী, আনোয়ারা, সন্দ্বীপ, সীতাকুণ্ড ও মীরসরাই উপজেলার উপকূলবর্তী এলাকার আশ্রয়কেন্দ্রে মোট ২০ হাজার মানুষ আশ্রয় নিয়েছেন।

তাদের মধ্যে বাঁশখালী উপজেলায় ৩ হাজার, আনোয়ারায় ২ হাজার, সন্দ্বীপে ৭ হাজার, সীতাকুণ্ডে ৩ হাজার, মীরসরাইয়ে আড়াই হাজার ও চট্টগ্রাম সিটি এলাকার (পতেঙ্গা ও কাট্টলী মৎস্যজীবী পল্লী এলাকা) মোট আড়াই হাজার লোককে আশ্রয়কেন্দ্রে নেওয়া হয়েছে।

এদিকে ঘূর্ণিঝড় সিত্রাং ইতোমধ্যে বাংলাদেশের ভূখণ্ড অতিক্রম করতে শুরু করেছে। বাংলাদেশ অতিক্রম করতে ঘূর্ণিঝড়টির ৫-৬ ঘণ্টা লাগতে পারে।

Comments

The Daily Star  | English

Has IMF experiment delivered?

Two years after Bangladesh turned to the International Monetary Fund (IMF) for a $4.7 billion bailout to address its worsening macroeconomic pressures, the nation stands at a crossroads.

10h ago