ঘূর্ণিঝড় দানা: বরগুনায় গাছ চাপা পড়ে কৃষকের মৃত্যু

আশ্রাফ আলী। ছবি: সংগৃহীত

বরগুনায় ঘূর্ণিঝড় দানার প্রভাবে ঝড়ো হাওয়ায় গাছের ডাল চাপা পড়ে এক কৃষকের মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে বরগুনার বেতাগীতে গাছ চাপা মারা যান আশ্রাফ আলী (৫৫)। তার বাড়ি বেতাগী সদর ইউনিয়নের কিসমত করুনা গ্রামে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, আশ্রাব আলী পান বরজে কাজ শেষে বাড়ি ফিরছিলেন। পথে ঝড়ো বাতাসে চাম্বল গাছের মোটা একটি ডাল ভেঙে আশ্রাব আলীর মাথায় পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আহমেদ বলেন, বিষয়টি আমি জেনেছি। জেলা প্রশাসন থেকে আর্থিক সহায়তার বিষয়ে কথা হয়েছে। 

Comments

The Daily Star  | English

90-day interim govt proposed to oversee polls

The Constitution Reform Commission has proposed an interim government system to oversee elections and outlined a comprehensive framework for the selection of this government’s chief.

7h ago