কিম কারদাশিয়ান-কানিয়ে ওয়েস্টের বিচ্ছেদ

কিম কারদাশিয়ান ও কানিয়ে ওয়েস্ট। ছবি: এপি
কিম কারদাশিয়ান ও কানিয়ে ওয়েস্ট। ছবি: এপি

 

তারকা দম্পতি কিম কারদাশিয়ান ও ইয়ে (কানিয়ে ওয়েস্ট) তাদের বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত করেছেন। ফলে সাবেক এই দম্পতির আগামী মাসে সন্তানের জিম্মা নিয়ে বিচারিক কার্যক্রমে অংশগ্রহণের বাধ্যবাধকতা দূর হয়েছে।

আজ বুধবার আদালতের বরাত দিয়ে বার্তা সংস্থা এপি এই তথ্য জানিয়েছে।

কিম ও ইয়ে এবং তাদের আইনজীবীরা নিজেদের মধ্যে সমঝোতার বিস্তারিত তথ্য সংবলিত নথি বিচারকের কাছে অনুমোদনের জন্য জমা দেন। শর্তগুলোর মাঝে অন্যতম হলো- সন্তানের ভরণপোষণের জন্য কিম কারদাশিয়ানকে প্রতি মাসে ২ লাখ ডলার করে দিতে হবে কানিয়ে ওয়েস্টকে।

লস অ্যাঞ্জেলসের শীর্ষ আদালতে জমা দেওয়া নথি অনুযায়ী, ২ অভিভাবক যৌথভাবে সন্তানের জিম্মাদার হবেন এবং কেউই একে অপরকে দাম্পত্য সহায়তা হিসেবে কোনো অর্থ দিতে বাধ্য থাকবেন না।

মার্চে বিচারকরা কিমের অনুরোধে তাদের ২ জনকে আইনগতভাবে অবিবাহিত ব্যক্তি হিসেবে ঘোষণা দেন, যার মাধ্যমে তাদের ৮ বছরের দাম্পত্য জীবনের অবসান ঘটে। তবে সম্পত্তি ও সন্তানের জিম্মা নিয়ে বিষয়গুলো অমীমাংসিত থেকে যায়। এ বিষয়ে ১৪ ডিসেম্বর থেকে বিচারিক কার্যক্রম শুরুর কথা ছিল।

র‍্যাপ গায়ক ইয়ে ও রিয়েলিটি শোর মডেল কিমের ৪ সন্তান রয়েছে, যাদের বয়স ৩ থেকে ৯ বছরের মধ্যে।

কিম, কানিয়ে ও তাদের ৪ সন্তান। ছবি: কিম কারদাশিয়ানের ইনস্টাগ্রাম পেজের সৌজন্যে
কিম, কানিয়ে ও তাদের ৪ সন্তান। ছবি: কিম কারদাশিয়ানের ইনস্টাগ্রাম পেজের সৌজন্যে

সমঝোতা প্রস্তাব মতে, কিম ও ইয়ে তাদের সন্তানদের ব্যক্তিগত নিরাপত্তা, প্রাইভেট স্কুল ও কলেজের খরচ সমানভাবে দেবেন।

তারা একই সঙ্গে তাদের নিজ নিজ দেনা মেটাবেন বলেও চুক্তিতে উল্লেখ করা হয়েছে। ৮ বছর বিবাহিত জীবনযাপন করলেও বস্তুত এই দম্পতি তাদের নিজ নিজ সম্পত্তি আলাদাই রেখেছেন।

২০১২ সাল থেকে একসঙ্গে আছেন কিম ও ইয়ে। ২০১৩ সালে তাদের প্রথম সন্তান জন্ম নেয়। ২০১৪ সালের ২৪ মে তারা ইতালির ফ্লোরেন্সে বিবাহবন্ধনে আবদ্ধ হন।

২০২১ সালের ফেব্রুয়ারি মাসে কিম কারদাশিয়ান বিবাহ বিচ্ছেদের আবেদন জানান। শুরুতে বিষয়টির শান্তিপূর্ণ নিষ্পত্তির দিকে আগাচ্ছিল।

তবে এ বছরের শুরু থেকে ইয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কিম কারদাশিয়ান, তার পরিবার ও তৎকালীন ছেলে বন্ধু পিট ডেভিডসনের সমালোচনা করতে শুরু করেন।

ইয়ে অভিযোগ করেন, বিবাহিত জীবনে তিনি সন্তানদের ভবিষ্যৎ নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত নিতে পারতেন না এবং সন্তানদের জন্মদিনের উৎসব ও অন্যান্য উদযাপন থেকে তাকে আলাদা রাখা হতো।

সাম্প্রতিক সময়ে অবমাননাকর মন্তব্যের কারণে ইয়ের সঙ্গে বেশ কিছু বড় প্রতিষ্ঠান চুক্তি বাতিল করেছে।

সাম্প্রতিক সময়ের সবচেয়ে আলোচিত দম্পতিদের মধ্যে অন্যতম ছিলেন রিয়েলিটি টিভির জনপ্রিয় অভিনেত্রী, ব্যবসায়ী ও ইনফ্লুয়েনসার কিম কারদাশিয়ান ও র‍্যাপ গায়ক ও ফ্যাশন জগতের অন্যতম তারকা কানিয়ে ওয়েস্ট।

Comments

The Daily Star  | English

Iran says taking measures to continue nuclear programme

"Plans for restarting (the facilities) have been prepared in advance, and our strategy is to ensure that production and services are not disrupted," said the head of the Atomic Energy Organization of Iran

50m ago