ইদ্রিস এলবা যখন জ্বিন

জ্বিন
‘থাউজেন্ড ইয়ারস অব লংগিং’-এ ইদ্রিস এলবা ও টিলডা সুইনটন। ছবি: সংগৃহীত

৩ ইচ্ছা পূরণের আশ্বাস দিয়ে সিনেমার পর্দায় হাজির হবে এক জ্বিন। খ্যাতিমান অস্ট্রেলিয়ান নির্মাতা জর্জ মিলারের 'থাউজেন্ড ইয়ারস অব লংগিং'-এর জ্বিন দেশের দর্শকদের সামনে হাজির হচ্ছে আগামীকাল শুক্রবার।

ঢাকার স্টার সিনেপ্লেক্সে সিনেমাটি দেখানো হবে।

গত ২৬ আগস্ট যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে মুক্তি পায় 'থ্রি থাউজেন্ড ইয়ারস অব লংগিং'। কল্পকাহিনী নির্ভর এ ছবিতে অদ্ভুত ক্ষমতাবান জ্বিনের দেখা মিলবে। এর চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় ব্রিটিশ অভিনেতা ইদ্রিস এলবা। তার সঙ্গে রয়েছেন অস্কারজয়ী টিলডা সুইনটন।

আইএমডিবির রেটিংয়ে 'থ্রি থাউজেন্ড ইয়ারস অব লংগিং' ১০ এর মধ্যে পেয়েছে ৬ দশমিক ৯।

জর্জ মিলারের আগের সিনেমা 'ম্যাড ম্যাক্স: ফিউরি রোড' ৬৮তম কান উৎসবে প্রতিযোগিতা বিভাগের বাইরে দেখানো হয়।

Comments

The Daily Star  | English

Ishraque's supporters padlock Nagar Bhaban

Protesters began gathering around 9:00am, blocking the main gate and occupying nearby roads

29m ago