‘ওপেনহেইমার’ আগামীকাল থেকে ঢাকায়
এই মুহূর্তে সারা দুনিয়ার সিনেমাপ্রেমীরা যে সিনেমাটি দেখার জন্য উন্মুখ হয়ে আছেন সেটি হলো 'ওপেনহেইমার'।
বিশ্বজুড়ে আগামীকাল শুক্রবার সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে। ক্রিস্টোফার নোলানের এই সিনেমাটি বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে একইদিনে স্টার সিনেপ্লেক্সেও মুক্তি পাচ্ছে।
ভারতে প্রথম দিনের কয়েকটি শোয়ের টিকিট কয়েকগুণ বেশি দামে বিক্রি হচ্ছে বলে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে জানানো হয়েছে।
১২৩ তেলেগু ডটকমের রিপোর্ট অনুযায়ী, সিনেমাটি ভারতে প্রথমদিনই ১০-১৫ কোটি টাকা আয় করবে।
সিনেমার প্রতি আগ্রহ তৈরি করতে ক্রিস্টোফার নোলান নামটিই যথেষ্ট। তার নতুন সিনেমা ওপেনহেইমারের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন নন্দিত অভিনেতা কিলিয়ান মারফি।
এছাড়াও আছেন হলিউডের জনপ্রিয় তারকা রবার্ট ডাউনি জুনিয়র ও ম্যাট ডেমন। রয়েছেন এমিলি ব্লান্ট, ফ্লোরেন্স পাগ, ক্যাসে অ্যাফ্লেক, জশ হার্টনেটসহ আরও অনেকে।
গত ১২ জুলাই প্যারিসে সিনেমাটির ওয়ার্ল্ড প্রিমিয়ার অনুষ্ঠিত হয়। প্রথমবারের মতো 'ওপেনহেইমার' পর্দায় উন্মোচনের পর প্রথম দর্শনেই প্রশংসা করছেন সমালোচকরা।
Comments