২০২২-২৩ অর্থবছর জুড়েই থাকতে পারে উচ্চ মূল্যস্ফীতি

বাংলাদেশ ব্যাংকের পূর্বাভাস অনুযায়ী, চলতি অর্থবছরে উচ্চ মূল্যস্ফীতির হার অব্যাহত থাকতে পারে।

বাংলাদেশ ব্যাংকের পূর্বাভাস অনুযায়ী, চলতি অর্থবছরে উচ্চ মূল্যস্ফীতির হার অব্যাহত থাকতে পারে।

কেন্দ্রীয় ব্যাংকের জুলাই-সেপ্টেম্বর ত্রৈমাসিক প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বব্যাপী পণ্য মূল্যের গতিবিধি, অভ্যন্তরীণ আর্থিক ও মুদ্রানীতির অবস্থান এবং বিনিময় হারের অস্থিরতা থেকে উদ্ভূত ঝুঁকিসহ বিভিন্ন কারণে মূল্যস্ফীতি পরিস্থিতি অনিশ্চয়তার বিষয়।

প্রতিবেদনে বলা হয়েছে, জ্বালানি ও বিদ্যুতের ব্যয় বৃদ্ধির কারণে সরবরাহে উল্লেখযোগ্য ধাক্কার কারণে ২০২২-২৩ অর্থবছরের বেশিরভাগ সময় মুদ্রাস্ফীতি বর্তমান স্তরের কাছাকাছি থাকবে বলে ধারণা করা হচ্ছে।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী, গত ডিসেম্বরে মূল্যস্ফীতি ৮ দশমিক ৭১ শতাংশে দাঁড়িয়েছে, যা আগের মাসের তুলনায় ১৪ বেসিস পয়েন্ট কম।

মূল্যস্ফীতি গত ৪ মাস ধরে কমলেও বিশ্লেষকরা বলছেন, এটি মধ্যম ও নিম্ন আয়ের গোষ্ঠীর ওপর প্রভাব ফেলছে।

বাংলাদেশ ব্যাংক বলছে, জ্বালানির উচ্চমূল্যের কারণে সৃষ্ট মূল্যস্ফীতির প্রভাবে পরিবহন ব্যয় ও বিদ্যুতের দাম বৃদ্ধির কারণে ব্যবসায় প্রভাব পরতে পারে।

এর পাশাপাশি, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে জ্বালানি ও খাদ্যের দামে মূল্যস্ফীতির প্রভাব দীর্ঘস্থায়ী করবে বলে প্রমাণিত হয়েছে। শিগগির এই মূল্যের চাপ কমার সম্ভাবনা কম।

Comments

The Daily Star  | English

Outsourcing workers block Shahbagh for job nationalisation

Outsourcing employees of government institutions blocked Shahbagh intersection in Dhaka this morning, demanding nationalisation of their jobs

1h ago