ফরিদপুরে দুর্বৃত্তের হামলায় ব্যবসায়ী নিহত
ফরিদপুরের নগরকান্দায় দুর্বৃত্তের হামলায় এক ব্যবসায়ী নিহত হয়েছেন।
আজ রোববার সকালে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।
এর আগে, গতকাল শনিবার(২৮ মে) রাত এগারোটার দিকে নগরকান্দা-মাঝারদিয়া আঞ্চলিক সড়কের চর ছাগলদী এলাকার একটি ইটভাটার সামনে এ হামলার ঘটনা ঘটে।
নিহত বাবু মোল্লা (৩৫) নগরকান্দা বাজারের হার্ডওয়্যার ব্যবসায়ী ছিলেন। তিনি উপজেলার কোদালিয়া শহীদনগর ইউনিয়নের চর ছাগলদী গ্রামের বীর মুক্তিযোদ্ধা মৃত জিলু মোল্লার ছেলে।
নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিল হোসেন দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, 'মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।'
Comments