যাত্রীবোঝাই ভ্যানে বাসের ধাক্কা, মা-ছেলে নিহত

নিহত ও আহতরা সবাই উপজেলার প্রাণনগর গ্রামের ৩ নম্বর ক‌লোনির বাসিন্দা।
দিনাজপুর
স্টার ডিজিটাল গ্রাফিক্স

ঈদে পরিবারের সদস্যদের নিয়ে ভ্যানে চড়ে শ্বশুরবাড়িতে যাচ্ছিলেন মাহবুব রহমান (৩০)। পথে বাসের ধাক্কায় প্রাণ গেল স্ত্রী-সন্তানের। তিনিসহ আহত হলেন পরিবারের আরও দুই সদস্য।

আজ মঙ্গলবার ঈদের দ্বিতীয় দিন বিকেলে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটেছে দিনাজপুরের বীরগঞ্জে। নিহত ও আহতরা সবাই উপজেলার প্রাণনগর গ্রামের ৩ নম্বর ক‌লোনির বাসিন্দা।

বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বীরগঞ্জ থেকে শ্বশুরবাড়ি যাওয়ার পথে মাহবুব রহমানদের বহনকারী ভ্যানটি দলুয়া পল্লীবিদ্যুৎ পাওয়ার স্টেশনের সামনে পৌঁছালে ঠাকুরগাঁও থেকে আসা একটি বাস ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন মাহবুবের স্ত্রী খাইরুন্নাহার।

পরে আহতদের উদ্ধার করে প্রথমে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে গুরুতর আহত ছয় বছরের শিশু আবুজারকে নেওয়া হয় ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে। ওখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে।

এ দুর্ঘটনায় আহত অন্যরা হলেন—ভ্যানচালক মো. সাকিব (২৪), মাহবুবের আরেক সন্তান পাঁচ বছরের অসীম ও মোছাম্মৎ সাদিয়া (১৫)।

Comments