উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে গুলিতে নিহত ২

dead body
প্রতীকী ছবি। স্টার অনলাইন গ্রাফিক্স

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তদের গুলিতে দুই জন নিহত হয়েছেন।

আজ বুধবার ভোরে অজ্ঞাত রোহিঙ্গাদের গুলিতে তারা নিহত হন বলে জানিয়েছে পুলিশ।

আর্মড পুলিশ ব্যাটালিয়নের ১৪ নম্বর ব্যাটালিয়নের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ইকবাল জানান, নিহতরা হলেন- ক্যাম্প-২০ এর ব্লক-২৫ এর ইমাম হোসেন (৩৭) ও ৪ নম্বর ক্যাম্পের বি/৬ নম্বর ব্লকের রহমত উল্লাহ (২৫)।

তারা আরসা কমান্ডার বলে জানায় আইনশৃঙ্খলা বাহিনী।

অতিরিক্ত ডিআইজি বলেন, ১৮ নম্বর ক্যাম্পের ২০/৩০ জন দুর্বৃত্ত ওয়ালাপালং পুলিশ ক্যাম্পের ২০ নম্বর ক্যাম্পের মারকাজুল মসজিদে জড়ো হয়।

তাদের লক্ষ্য করে গুলি চালালে ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হয়ে নিহত হন দুই জন।

এ সময় গোলাগুলিতে আরেক রোহিঙ্গা আবদুল্লাহ আহত হয়ে ক্যাম্পের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলেও জানান তিনি।

পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

অপরাধীদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।

Comments

The Daily Star  | English

Working to make people true source of all power: CA

He also said his government's responsibility is to bind people into a larger family

1h ago