ফরিদপুর ও পাবনায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৪

ফরিদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যাওয়া বাস। ছবি: সংগৃহীত

ফরিদপুর ও পাবনায় পৃথক সড়ক দুর্ঘটনায় চার জন নিহত হয়েছেন।

আজ বুধবার ফরিদপুরের সদর ও নগরকান্দা এবং পাবনার বেড়া উপজেলায় এসব দুর্ঘটনা ঘটে।

করিমপুর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. ইমতিয়াজ হোসেন জানান, মাগুরা থেকে ফরিদপুরগামী একটি প্রাইভেটকার ফরিদপুর সদরের পূর্ব গঙ্গাবর্দি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

তিনি জানান, এ ঘটনায় অটোরিকশাচালক উজ্জ্বল দত্ত (৪৫) গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রাইভেটকারটি জব্দ করা হলেও এর চালক পালিয়ে গেছেন বলে জানান ইমতিয়াজ।

উজ্জ্বল ফরিদপুরের মধুখালী উপজেলার গাড়াখোলা গ্রামের বাসিন্দা ছিলেন।

ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল্লাহেল বাকী জানান, ঢাকা থেকে ছেড়ে আসা গোপালগঞ্জের মুকসুদপুরগামী স্বাধীন পরিবহনের একটি যাত্রীবাহী বাস ফরিদপুরের নগরকান্দা উপজেলার চরযশোরদী ইউনিয়নের গজারিয়া বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছানোর পর চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এর ফলে বাসটি সড়কের ওপর উল্টে যায় এবং বাসের সুপারভাইজার রাজন ব্যাপারী (৩২) বাসের নিচে চাপা পড়ে নিহত হন।

রাজন মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার বড় পাউলদিয়া গ্রামের বাসিন্দা ছিলেন।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রওশন আলী দ্য ডেইলি স্টারকে বলেন, 'আজ দুপুর ১টার দিকে বেড়া থেকে যাত্রী নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা পাবনার দিকে যাচ্ছিল। পথে ধোপাঘাটা এলাকায় পৌঁছানোর পর বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুই জন নিহত এবং পাঁচ জন আহত হন।'

নিহতরা হলেন—পাবনার বেড়া উপজেলার শালিকাপারা গ্রামের প্রদীপ হালদার ও একই গ্রামের শম্পা রানী।

আহতদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি রওশন জানান, ঘাতক ট্রাকটি আটক করা সম্ভব হয়নি। হাইওয়ে পুলিশ ঘাতক ট্রাকটিকে চিহ্নিত করে আটক করার চেষ্টা করছে।

Comments

The Daily Star  | English

Reform commission reports: Proposals seek to bring youths into JS

Reform commissions on the constitution and election process have both recommended measures that increase opportunities for the youth to run for parliament and become more involved in politics, sparking both hope and criticism.

8h ago