যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা: বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ভার্চুয়াল মেলা

যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষায় আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ভার্চুয়াল মেলার আয়োজন করেছে ঢাকায় মার্কিন দূতাবাস।
শিক্ষামেলা

যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষায় আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ভার্চুয়াল মেলার আয়োজন করেছে ঢাকায় মার্কিন দূতাবাস।

দূতাবাসের এডুকেশন-ইউএসএ প্ল্যাটফর্ম আগামী ৩ ও ১০ সেপ্টেম্বর এ মেলার আয়োজন করতে যাচ্ছে।

মেলায় যুক্তরাষ্ট্রের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ভর্তি কর্তৃপক্ষ বাংলাদেশি শিক্ষার্থী, শিক্ষক ও পরামর্শদাতাদের ভর্তি সংক্রান্ত বিভিন্ন বিষয়ে পরামর্শ দেবেন।

৬০টিরও বেশি স্বীকৃত মার্কিন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ভর্তি কর্মকর্তাদের কাছ থেকে উচ্চ শিক্ষার জন্য আবেদন প্রক্রিয়া সম্পর্কে জানার সুযোগ থাকছে মেলায়।

'সাউথ এশিয়া ফল ভার্চুয়াল ট্যুর' শীর্ষক এ আঞ্চলিক মেলা বাংলাদেশ, ভারত, নেপাল ও পাকিস্তানের অংশগ্রহণকারীদের জন্য উন্মুক্ত থাকবে।

৩ সেপ্টেম্বর স্নাতকোত্তর ভর্তি (মাস্টার্স এবং ডক্টরাল প্রোগ্রাম) মেলা এবং ১০ সেপ্টেম্বর স্নাতক ভর্তি (অ্যাসোসিয়েট এবং স্নাতক ডিগ্রি প্রোগ্রাম) অনুষ্ঠিত হবে।

এ দুই মেলা বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত চলবে।

মেলায় ভর্তি কর্তৃপক্ষ, এডুকেশন-ইউএসএ উপদেষ্টা ও মার্কিন দূতাবাসের কনস্যুলার কর্মকর্তাদের সঙ্গে চ্যাটের সুযোগ থাকবে। পাশাপাশি শিক্ষার্থীরা কলেজ বোর্ড বা ইটিএসের মতো পরীক্ষা গ্রহণকারী সংস্থার প্রতিনিধিদের সঙ্গে সরাসরি কথা বলার সুযোগও পাবেন। 

এডুকেশন-ইউএসএ প্ল্যাটফর্মটি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের বিশ্বব্যাপী পরামর্শ কেন্দ্রের নেটওয়ার্ক যেখানে বিশ্বের ১৭৫টি দেশ ও অঞ্চলে ৫৫০ জনের বেশি উপদেষ্টা কাজ করছেন। 

বাংলাদেশে ঢাকা, চট্টগ্রাম ও খুলনায় এডুকেশন-ইউএসএ'র ৪টি উপদেষ্টা কেন্দ্র আছে।

মেলায় অংশ নিতে https://educationusafair.easyvirtualfair.com লিংকে প্রবেশ করে নিবন্ধন করা যাবে।

এছাড়া এডুকেশন-ইউএসএ বাংলাদেশের ফেসবুক পেজ www.Facebook.com/EdUSABangladesh এ মেলা সম্পর্কে আরও তথ্য জানা যাবে।

Comments

The Daily Star  | English

Yunus sits with BNP delegation over reform commissions

BNP Secretary General Mirza Fakhrul Islam Alamgir led the six-member delegation at the State Guest House Jamuna.

2h ago