যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা: ঢাকা-চট্টগ্রামে মার্কিন দূতাবাসের ‘ইউনিভার্সিটি ফেয়ার’
যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষায় আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য 'ইউনিভার্সিটি ফেয়ার' আয়োজন করছে মার্কিন দূতাবাস।
আগামী ২৯ জানুয়ারি চট্টগ্রামের র্যাডিসন ব্লু বে ভিউতে এবং ৩১ জানুয়ারি ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে এ মেলা অনুষ্ঠিত হবে।
দূতাবাসের এডুকেশন-ইউএসএ প্ল্যাটফর্ম এ মেলার আয়োজন করতে যাচ্ছে বলে আজ বৃহস্পতিবার ঢাকায় মার্কিন দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এতে বলা হয়, মার্কিন দূতাবাস এডুকেশন-ইউএসএ প্ল্যাটফর্মের সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে ঢাকায় ও চট্টগ্রামে এমন উচ্চশিক্ষা মেলা ও ট্যুরের আয়োজন করছে।
দূতাবাস চট্টগ্রামে এ ধরনের আয়োজন এবারই প্রথম করতে যাচ্ছে।
যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা নিতে আগ্রহী শিক্ষার্থী, শিক্ষক ও কলেজ কাউন্সেলররা মেলায় যুক্তরাষ্ট্রের ১২টি স্বীকৃত উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের ভর্তি কর্মকর্তাদের কাছ থেকে আবেদন প্রক্রিয়া সম্পর্কে সরাসরি জানার সুযোগ পাবেন।
যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি নিয়োগকারী, এডুকেশন-ইউএসএ উপদেষ্টা ও দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে শিক্ষার্থীরা মেলায় ইন্টারঅ্যাকটিভ আলোচনার সুযোগ পাবেন।
মেলায় বিশ্ববিদ্যালয়গুলোর স্বতন্ত্র বুথে মার্কিন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি ও বৃত্তির সুযোগ সম্পর্কে তথ্য পাওয়া যাবে। এছাড়াও সেখানে এফ-ওয়ান স্টুডেন্ট ভিসা প্রক্রিয়া সম্পর্কে পৃথক সেশন থাকবে।
এডুকেশন-ইউএসএ প্ল্যাটফর্মটি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের বিশ্বব্যাপী পরামর্শ কেন্দ্রের নেটওয়ার্ক, যার অধীনে বিশ্বের ১৭৮টি দেশ ও অঞ্চলে ৪২৫টির বেশি আন্তর্জাতিক শিক্ষার্থী পরামর্শ কেন্দ্র আছে।
ঢাকায় মার্কিন দূতাবাসের আমেরিকান সেন্টারে, ধানমন্ডিতে এডওয়ার্ড এম কেনেডি সেন্টার ফর পাবলিক সার্ভিস অ্যান্ড আর্টসে এবং চট্টগ্রামে ভার্চুয়ালি এডুকেশন-ইউএসএর সেবা ও রেফারেন্স ম্যাটেরিয়াল পাওয়া যায়।
এছাড়াও খুলনা, সিলেট ও রাজশাহীতে আমেরিকান কর্নারে এডুকেশন-ইউএসএর রেফারেন্স লাইব্রেরি এবং রিমোট অ্যাডভাইসিং সার্ভিস পাওয়ার সুযোগ আছে।
মেলায় অংশ নিতে চট্টগ্রামের জন্য https://forms.gle/aFAEzJmfJQ2wKoH78 এবং ঢাকার জন্য https://forms.gle/BxpHge2zEuhkPVF88 লিঙ্ক থেকে নিবন্ধন করতে হবে।
মেলা সম্পর্কে আরও জানতে www.Facebook.com/EdUSABangladesh ফেসবুক পেজে অথবা EducationUSA-Bangla@state.gov এ ইমেইল করা যাবে।
Comments