কী আছে সর্বজনীন পেনশন কর্মসূচিতে
দেশের সাধারণ মানুষকে পেনশন ব্যবস্থার আওতায় আনতে সর্বজনীন পেনশন কর্মসূচি (স্কিম) চালু করেছে সরকার। আজ থেকেই ৫০ বছরের কম বয়সী সবার জন্য এ সর্বজনীন পেনশন কর্মসূচি উন্মুক্ত হয়েছে।
এ পেনশন স্কিমের সুবিধা কী, কারা এই পেনশন স্কীমে অংশগ্রহণ করতে পারবেন, এখানে টাকা রাখায় কোনো ধরনের ঝুঁকি আছে কি না—এসব প্রশ্নের উত্তর জানতে দেখুন আজকের স্ট্রেইট ফ্রম স্টার নিউজরুম। থাকছে আহসান হাবীবের সঙ্গে দ্য ডেইলি স্টারের সিনিয়র রিপোর্টার রেজাউল করিম বায়রনের আলোচনা।
Comments