ফ্রান্সে মে দিবসের সমাবেশে সংঘর্ষ, শতাধিক পুলিশ আহত

ছবি: রয়টার্স

ফ্রান্সে পেনশন নীতি সংস্কারের প্রতিবাদে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে অন্তত ১০৮ জন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী।

সহিংসতা চলাকালীন ২৯১ জনকে গ্রেপ্তার করা হয়েছে উল্লেখ করে জেরাল্ড ডারমানিন বলেছেন, এত সংখ্যক পুলিশ আহতের ঘটনা অত্যন্ত বিরল।

প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর পেনশন সংস্কার নীতির বিরুদ্ধে কয়েক লাখ মানুষ মে দিবসের বিক্ষোভে অংশ নেন।

বেশিরভাগ মানুষই শান্তিপূর্ণভাবে বিক্ষোভ পালন করেন কিন্তু উগ্রপন্থী দলের সদস্যরা পেট্রোল বোমা নিক্ষেপ করে।

পরে পুলিশ কাঁদানে গ্যাস ও জলকামান দিয়ে পাল্টা জবাব দেয়।

তবে এ ঘটনায় কতজন বিক্ষোভকারী আহত হয়েছেন তা এখনো স্পষ্ট নয়।

দেশটির সরকারি পেনশনের বয়স ৬২ থেকে ৬৪ বছরে উন্নীত করার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তার বিরুদ্ধে এই প্রতিবাদ। 

বিক্ষোভকারীদের সংখ্যা ৭ লাখ ৮২ হাজার বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তবে সিজিটি ইউনিয়নের দাবি সংখ্যাটি এর তিনগুণ।

প্যারিসে পেট্রোল বোমার আঘাতে এক পুলিশ অফিসারের হাত ও মুখমণ্ডল পুড়ে গেছে।

লিয়নস এবং নান্টেসেও সহিংসতা ছড়িয়ে পড়েছে। এ ছাড়া খবর পাওয়া গেছে বিক্ষোভকারীরা দক্ষিণের শহর মার্সেইতে একটি বিলাসবহুল হোটেল কিছুক্ষণের জন্য দখল করে নিয়েছে।

Comments

The Daily Star  | English

Govt plans intensive election security measures; warns YouTubers

Approximately 1,50,000 police officials will undergo special training on election duties

19m ago