ইয়াশোদা: চমৎকার গল্প, দুর্বল নির্মাণ

মানুষের সৌন্দর্য ধরে রাখার প্রাচীন বাসনাকে কেন্দ্র করে নির্মিত হয়েছে তেলেগু মুভি 'ইয়াশোদা'।

হরি ও হরিশ পরিচালিত এই থ্রিলার সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন সামান্থা, ভারালক্ষ্মীসহ আরও অনেকে।

গত ১১ নভেম্বর মুক্তি পাওয়া 'ইয়াশোদা' সিনেমাটি দর্শকের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।

বক্স অফিসে অসফল এই সিনেমাটির আইএমডিবি রেটিং ৬ দশমিক ৮। বর্তমানে অ্যামাজন প্রাইমে ছবিটি দেখা যাচ্ছে।

Comments