একবার, দুইবার না। ব্যাপারটা ঘটছে অহরহ। প্রায়ই ব্যাটিং ধসে ডুবছে বাংলাদেশ দল। ভালো খেলতে খেলতে আচমকা খেই হারিয়ে মুমিনুল হকরা হয়ে যাচ্ছেন দিশেহারা। প্রধান কোচ রাসেল ডমিঙ্গো এই ধসের কারণ খুঁজে পাচ্ছেন...
মুমিনুলের ভীষণ চাপের মধ্যে থাকা নিয়ে প্রধান কোচ রাসেল ডমিঙ্গোর পাশাপাশি কথা বলেছেন নাজমুল হাসান পাপন।
মেহেদী হাসান মিরাজ কিংবা নাঈম হাসানের বিকল্প হওয়া দূরে থাক, প্রত্যাশার ধারেকাছেও ছিলেন না তিনি
ব্যাটে রান নেই, একের পর এক ব্যাটিং ধসে হারছে দল। টেস্ট অধিনায়ক মুমিনুল হক আছেন প্রবল চাপে। প্রধান কোচ রাসেল ডমিঙ্গো টের পাচ্ছেন এই চাপের মাত্রা।
মাত্র ৬১ টেস্টে দশবার ফিফটি ও ইনিংসে ৫ উইকেট নিলেন সাকিব আল হাসান।
নিরোশান ডিকভেলা দলের হয়ে কথা এসে এই উইকেটকেই বললেন টার্নিং পয়েন্ট।
দুই ইনিংস মিলিয়ে তাদের নয় ব্যাটার সাজঘরে ফেরেন রানের খাতা খোলার আগে।
শঙ্কাটা অবশ্য আগের দিনই তৈরি করেছিল বাংলাদেশ। প্রথম সারির চার উইকেট হারিয়ে ফেলে ১০ ওভার না যেতেই। শেষ দিনের প্রথম ঘণ্টায় যখন মুশফিকুর রহিম আউট হন, তখন যেন হারের প্রহর গুনছিল টাইগাররা। কিন্তু এরপর...
দুই ওপেনার টিকতে পারেননি দুই ওভারও। সাত ওভার না শেষ হতে শেষ পাঁচ উইকেট। রীতিমতো লেজ বেরিয়ে যাওয়ার দশা। তাতে মনে হয়েছিল প্রথম সেশনেই না কুপোকাত হয়ে যায় টাইগাররা। তবে সেখান থেকে দলকে টেনে তুলেছেন...
রাজিতার অফ স্টাম্পের বাইরে বল অনায়াসে ছেড়ে দিয়েছিলেন মুশফিকুর রহিম। কিপার নিরোশান ডিকভেলা বল ধরে দিচ্ছিলেন দ্বিতীয় স্লিপে দাঁড়ানো মেন্ডিসের কাছে। বল ধরে একটু পেছনের দিকে হেলে যান মেন্ডিস। পরে তখনই...
সোমবার মিরপুরে দ্বিতীয় টেস্টের প্রথম সেশনে ২৩ ওভার খেলে ৫ উইকেটে ৬৬ রান তুলেছে বাংলাদেশ।
টস জেতার স্বস্তি ব্যাট করতে নেমেই নিভে গেল বাংলাদেশের। প্রথম দুই ওভারেই দুই ওপেনার মাহমুদুল হাসান জয় ও তামিম ইকবালের উইকেট হারায় স্বাগতিকরা। টিকতে পারেননি অধিনায়ক মুমিনুল হকও।
একাদশে অনুমিতভাবেই এসেছে দুই বদল। চোটে ছিটকে পড়া নাঈম হাসানের জায়গায় এসেছেন মোসাদ্দেক হোসেন সৈকত। শরিফুল ইসলামের জায়গায় খেলছেন ইবাদত হোসেন।
মিরপুরে সোমবার সকাল ১০টায় শুরু হবে বাংলাদেশ-শ্রীলঙ্কার দ্বিতীয় টেস্ট। পুরোদিনে ছাড়াছাড়া বৃষ্টির সম্ভাবনা থাকলেও আর্দ্রতার কারণে গরম অনুভূত হবে প্রচণ্ড।
রোববার দুপুরে অনুশীলনে নামার আগে গণমাধ্যমে কথা বলতে আসেন সিলভারউড। সেখানে মূল আলোচনাই উইকেট নিয়ে।
শনিবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে জরুরী সভায় বসেন টিম ম্যানেজমেন্টের সদস্যরা। শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্ট ও আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফর নিয়ে হয় আলোচনা।
স্কোয়াডে নাঈম ছাড়া আর কোনো বিশেষজ্ঞ অফ স্পিনার নেই।
টেস্ট ক্রিকেটে প্রত্যাবর্তনে ঝলক দেখানো নাঈম হাসান আঙুলে চোট পেয়েছেন।