অনুমিত দুই বদল নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ
চট্টগ্রামে প্রথম টেস্ট টস ভাগ্য পক্ষে আসেনি, মিরপুরে দ্বিতীয় টেস্টে টস জিতলেন মুমিনুল হক। কোন দ্বিধা ছাড়াই স্পিন বান্ধব উইকেটে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক।
একাদশে অনুমিতভাবেই এসেছে দুই বদল। চোটে ছিটকে পড়া নাঈম হাসানের জায়গায় এসেছেন মোসাদ্দেক হোসেন সৈকত। শরিফুল ইসলামের জায়গায় খেলছেন ইবাদত হোসেন।
শ্রীলঙ্কাও তাদের একাদশে এনেছে বদল। আগের টেস্টে ভালো না করা বাঁহাতি স্পিনার লাসিথ এম্বুলদেনিয়ার জায়গায় প্রবিন জয়াবিক্রমাকে খেলাচ্ছে তারা। প্রথম টেস্টের পর মিরপুরে তিন স্পিনার আর এক পেসার নিয়ে নামার কথা বলেছিলেন ধনঞ্জয়া ডি সিলভা। শেষ পর্যন্ত সেই পথে হাঁটেনি তারা।
দুই পেসার কাসুন রাজিতা আর আসিতা ফার্নান্দো আছেন একাদশে। জয়াবিক্রমার সঙ্গে স্পিন বিভাগ সামলাবেন রমেশ মেন্ডিস। অনিয়মিত স্পিনে ভূমিকা রাখবেন ধনঞ্জয়া।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, সাকিব আল হাসান, মোসাদ্দেক হোসেন সৈকত, তাইজুল ইসলাম, ইবাদত হোসেন ও খালেদ আহমদ।
শ্রীলঙ্কা একাদশ: দিমুথ করুনারত্নে, ওসাদা ফার্নান্দো, কুশল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথিউস, ধনঞ্জয়া ডি সিলভা, দীনেশ চান্দিমাল, রমেশ মেন্ডিস, নিরোশান ডিকভেলা, প্রবিন জয়বিক্রমা, কাসুন রাজিতা ও আসিতা ফার্নান্দো।
Comments