বার্সার এক সহকারী কোচের আচরণে ক্ষুব্ধ ছিলেন রিয়াল কোচ

hansi flick & carlo ancelotti

ম্যাচ শেষে হেনসি ফ্লিকের কাছে গিয়ে ক্ষুব্ধ শরীরী ভাষায় আঙুল উঁচিয়ে কথা বলতে দেখা গেল কার্লো আনচেলত্তিকে। এমনিতে ঠাণ্ডা মেজাজের মানুষের উত্তেজিত হওয়া বেশ বিরল। ফ্লিককে দেখা গেল আবার আনচেলত্তিকে কিছু একটা বলে শান্ত করতে। ম্যাচ শেষে দুজনেই জানিয়েছেন ঘটনার পেছনের কারণ।

এটা আসলে অনেকটা 'কাটা গায়ে নুনের ছিটার' মতন ব্যাপার। ৮৪ মিনিটে বার্সেলোনা চতুর্থ গোল করার পর রিয়ালের ডাগ-আউটের সামনে উদযাপন করে বার্সেলোনা। বুনো সেই উদযাপনে কেউ কেউ মাত্রা ছাড়িয়ে যান।

আনচেলত্তি সংবাদ সম্মেলনে জানান বার্সেলোনার এক সহকারী কোচ সেসময় অভদ্র আচরণ করেন,  'ফ্লিকের সঙ্গে কিছু হয়নি, তার এক সহকারীর সঙ্গে ঘটনা। ওই সহকারী আমাদের ডাগ-আউটের সামনে যেভাবে উদযাপন করেছে তা মোটেও ভদ্রোচিত ছিলো না। এই ব্যাপারে ফ্লিকও আমার সঙ্গে একমত হয়েছে।'

একই প্রশ্ন ছিলো ফ্লিকের কাছে। তিনি জানান আনচেলত্তির কাছ থেকেই ঘটনা শুনেছেন, হিট অব দ্য মোমেন্টের এই মুহূর্ত হালকা করতে চেয়েছেন বার্সা কোচ,  'আসলে আমি নিজে দেখিনি কী হয়েছে। কার্লোর সঙ্গে কথা বলে জেনেছি কিছু একটা হয়েছে। এরকম পরিস্থিতিতে এরকম কিছু হয়ে যায়। গোল উদযাপনের সময় হয়তো কিছুটা (বাড়াবাড়ি) হয়েছে। এসব বিষয়ে কথা বলার মতন পরিপক্ব আমরা।'

এদিন আসলে বুনো উদযাপন করার মতই পারফর্ম করেছে বার্সেলোনা। রিয়ালের মাঠে গিয়ে ৪-০ গোলের বিশাল জয় পেয়ে স্প্যানিশ লা লিগার পয়েন্ট টেবিলে অনেকখানি এগিয়ে গিয়েছে তারা। মৌসুমের প্রথম এল ক্ল্যাসিকোর এই সাফল্যে আনন্দটা তাদের একটু বেশিই।

Comments

The Daily Star  | English
Bangladesh-India relations

The Indian media and Bangladesh-India relations

The bilateral relationship must be based on a "win-win" policy, rooted in mutual respect, non-hegemony, and the pursuit of shared prosperity and deeper understanding.

17h ago