কর ফাঁকির অভিযোগে আনচেলত্তির কারাদণ্ড দাবি

Carlo Ancelotti

কর ফাঁকির অভিযোগে স্পেনের আদালতে রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তির শুনানি শেষ হয়েছে। এতে সরকারি আইনজীবীরা কর বিভাগ থেকে আয় লুকানোর অভিযোগে তার চার বছর নয় মাসের কারাদণ্ড দাবি করেছেন।

রিয়ালের হয়ে তিনটিসহ পাঁচটি চ্যাম্পিয়ন্স লিগ জেতা আনচেলত্তির বিরুদ্ধে অঘোষিত আয় থেকে এক মিলিয়ন ইউরোরও বেশি (১.১ মিলিয়ন ডলার) কর পরিশোধ না করার অভিযোগ আনা হয়েছে। ২০১৪ এবং ২০১৫ সালে ক্লাবে তার প্রথম মেয়াদে সময়ের ঘটনা টেনে এই অভিযোগ আনা হয়।

সরকারি আইনজীবীরা অভিযোগ করেছেন, আনচেলত্তি তার ইমেজ রাইটস এবং রিয়েল এস্টেটের মতো অন্যান্য উৎস থেকে অতিরিক্ত আয় লুকানোর জন্য শেল কোম্পানিগুলোর একটি 'বিভ্রান্তিকর' এবং 'জটিল' ব্যবস্থা তৈরি করেছিলেন।

মাদ্রিদের হাইকোর্টের বিচারকের কাছে শেষ যুক্তিতর্কে প্রধান সরকারি আইনজীবী বলেন, 'আমরা প্রতারণা, গোপন এবং বাদ দেওয়ার কাজগুলো প্রমাণিত বলে মনে করি।' এতে আনচেলত্তির চার বছর নয় মাসের কারাদণ্ডের দাবি করা হয়।

স্পেনের আইনি ব্যবস্থায়, বিচার চলাকালীন উপস্থাপিত প্রমাণের উপর নির্ভর করে সরকারি আইনজীবীরা অভিযোগ যোগ বা বাদ দিতে এবং তারা যে শাস্তি চাইছেন তা পরিবর্তন করতে পারেন।

৬৫ পেরুনো রিয়াল কোচ বুধবার বিচারের প্রথম দিনে সাক্ষ্য দেওয়ার সময় ইচ্ছাকৃতভাবে কর ফাঁকি দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন। তিনি আদালতকে জানান যে, ক্লাবের পরামর্শে রিয়াল মাদ্রিদে যোগদানের সময় একটি ফার্ম স্থাপন করা হয়েছিল, যাতে তিনি তার ছয় মিলিয়ন ইউরোর বার্ষিক বেতনের ১৫ শতাংশ ইমেজ রাইটস হিসেবে সংগ্রহ করতে পারেন। এবং তিনি কখনো বুঝতে পারেননি এর ফলে তিনি কম কর দিতে পারবেন।

আনচেলত্তি বলেন, 'সেই সময়ে, সমস্ত খেলোয়াড় এবং কোচ সেইভাবে কাজ করছিল, এটি সঠিক কাজ বলে মনে হয়েছিল।' রিয়ালের প্রাক্তন কোচ হোসে মরিনহোরও একই ধরনের ব্যবস্থা ছিল বলেও যোগ করেন তিনি।

Comments

The Daily Star  | English

Pope Francis dies at 88

He had recently survived a serious bout of double pneumonia.

36m ago