আনচেলত্তির রিয়াল ছাড়ার পথ খুলল, দায়িত্ব নিচ্ছেন ব্রাজিলের?

Carlo Ancelotti

কদিন ধরেই গুঞ্জন কার্লো আনচেলত্তি রিয়াল মাদ্রিদ ছাড়ছেন, এবং পরবর্তী গন্তব্য ব্রাজিল জাতীয় দলে। তবে ২০২৬ পর্যন্ত চুক্তি থাকায় আর্থিক বিষয়ে ছিলো জটিলতা। এই জটিলতার কারণে জানা গিয়েছিলো হয়ত ব্রাজিলে যেতে পারবেন না তিনি। তবে নাটকীয়ভাবে পরিস্থিতি নতুন মোড় নিয়েছে। দ্য অ্যাথলেটিক জানিয়েছে, মৌসুম শেষ হওয়ার আগেই ইতালিয়ান এই কোচের রিয়াল ছাড়ার পথ খুলতে যাচ্ছে। এই বিষয়ে ক্লাব প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজের সঙ্গে সমঝোতায় পৌঁছেছেন তিনি।

২০২৩ সালের ডিসেম্বরে রিয়ালের সঙ্গে চুক্তি করেন আনচেলত্তি, যার মেয়াদ ছিলো ২০২৬ পর্যন্ত। আগেভাগে তাকে ছেড়ে দিলে এক বছরের বেতন দেওয়ার কথা রিয়ালের। এই ব্যাপারেই আটকে ছিলো সব। গণমাধ্যমের খবর, ক্লাব ও কোচ একটা সমঝোতায় পৌঁছে গেছেন। আগামী রোববার বার্সেলোনার বিপক্ষে এল ক্ল্যাসিকোর পরই তার বিদায়ের ঘোষণা আসতে পারে।

অর্থাৎ ক্লাব বিশ্বকাপের আগেই রিয়াল ছাড়ছেন তিনি। ক্লাব বিশ্বকাপে রিয়ালের দায়িত্ব নিতে যাচ্ছেন ক্লাবটির সাবেক ফুটবলার ও বায়ার লেভারকুসেন কোচ জাভি আলোনসো।

দ্য অ্যাথলেটিক জানিয়েছেন, রিয়াল-আনচেলত্তি সমঝোতায় সমাপ্তির পথে হাঁটার খবরের সঙ্গে ব্রাজিলের পথও খুলে গেছে। ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)'র সঙ্গে আনচেলত্তির আলোচনা ইতিবাচক মোড় নিতে যাচ্ছে। সব কিছু ঠিক থাকলে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের কোচ হতে যাচ্ছেন ক্লাব ফুটবলের সফলতম এই কোচ।

বিশ্বকাপ বাছাইপর্বে আর্জেন্টিনার কাছে বিব্রতকর হারের পর দরিভাল জুনিয়রকে বরখাস্ত করে ব্রাজিল। বর্তমানে প্রধান কোচ ছাড়া বিপাকে আছে দলটি। আগামী বিশ্বকাপ কেন্দ্র করে আনচেলত্তি ছিলেন সিবিএফের প্রধান পছন্দ।

Comments

The Daily Star  | English

Govt to unveil 'July Declaration' on August 5

It will be presented before the nation at 5:00pm

41m ago