শেষবার কবে একই ম্যাচে তিন গোলদাতা পেয়েছিল বাংলাদেশ?

ছবি: বাফুফে

গোল করতে না পারাকে বাংলাদেশ ফুটবল দলের সবচেয়ে সমস্যা বলা যায়। সাম্প্রতিক বছরগুলোতে এই প্রসঙ্গ ঘুরেফিরে উঠে এসেছে বহুবার। লেবাননের বিপক্ষে সাফ চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচেও গোলমুখে ব্যর্থতার দেখা মিলেছিল। তবে সেই ধাক্কা আপাতত সামলে মালদ্বীপের বিপক্ষে তিন গোলদাতা পেল লাল-সবুজ জার্সিধারীরা।

রোববার সাফের 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩৮ ধাপ এগিয়ে থাকা প্রতিপক্ষের বিপক্ষে ৩-১ গোলে জিতেছে হাভিয়ের কাবরেরার শিষ্যরা। বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে দলটির গোলদাতারা হলেন রাকিব হোসেন, তারিক কাজী ও শেখ মোরসালিন।

প্রায় সাড়ে তিন বছর পর কোনো আন্তর্জাতিক ম্যাচে তিন গোল করতে পারল বাংলাদেশ। ২০১৯ সালের জানুয়ারিতে ঘরের মাঠ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শ্রীলঙ্কাকে ৩-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছিল তারা। বঙ্গবন্ধু গোল্ডকাপের গ্রুপপর্বের ওই ম্যাচের প্রথমার্ধেই জোড়া গোল করেছিলেন মতিন মিয়া। দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়িয়েছিলেন মোহাম্মদ ইব্রাহিম।

কোনো সূচিতে বাংলাদেশের তিন গোলদাতা পেতে হলে ফিরতে হবে আরও পেছনে। প্রায় চার বছর আগে ২০১৯ সালের সেপ্টেম্বরে ভুটানের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচের আয়োজক ছিল তারা। সেই বঙ্গবন্ধু স্টেডিয়ামেই দুই দলের প্রথম লড়াইয়ে ৪-১ গোলে জিতেছিল স্বাগতিকরা। সেদিন নাবিব নেওয়াজ জীবন পেয়েছিলেন গোল। একবার করে নিশানা ভেদ করেছিলেন বিপলু আহমেদ ও রবিউল হাসান।

দাপুটে পারফরম্যান্সে সাফ চ্যাম্পিয়নশিপে মালদ্বীপের বিপক্ষে দীর্ঘ ২০ বছর পর জিতল বাংলাদেশ। এর আগে সবশেষ ২০০৩ সালের আসরের গ্রুপপর্বের ম্যাচে দ্বীপদেশটিকে ১-০ গোলে হারিয়েছিল তারা। সেবারই সাফে প্রথম ও এখন পর্যন্ত একমাত্র শিরোপাটি এসেছিল তাদের। ফাইনালেও পরস্পরকে মোকাবিলা করেছিল দুই দল। টাইব্রেকারে ৫-৩ গোলে জিতে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ।

এদিন খেলার ধারার বিপরীতে প্রথমার্ধের ১৭তম মিনিটে হামজা মোহামেদের গোলে পিছিয়ে পড়ে বাংলাদেশ। প্রথমার্ধের শেষদিকে তপু বর্মণের হেডে বল পেয়ে মাথা ছুঁইয়ে তা জালে পাঠান রাকিব। ফলে ঘুরে দাঁড়িয়ে সমতা টেনে বিরতিতে যায় ফিফা র‍্যাঙ্কিংয়ে ১৯২তম স্থানে থাকা দলটি।

দ্বিতীয়ার্ধে বাংলাদেশ এগিয়ে যায় লেবাননের বিপক্ষে আগের ম্যাচে বড় ভুল করা তারিকের লক্ষ্যভেদে। ৬৭তম মিনিটে ডি-বক্সে জটলার মধ্যে তার প্রথম দুটি শট গোললাইন থেকে ক্লিয়ার করেন মালদ্বীপের ডিফেন্ডাররা। এরপর তৃতীয় প্রচেষ্টায় গোলের উল্লাস করতে সক্ষম হন তিনি। আর নির্ধারিত সময়ের শেষ মিনিটে দলের জয় একরকম নিশ্চিত করে ফেলেন বদলি নামা মোরসালিন। বিশ্বনাথ ঘোষের পাসে বাম পায়ের কোণাকুণি শটে গোল করেন তিনি।

'বি' গ্রুপে দুই ম্যাচ খেলা কাবরেরার দলের পয়েন্ট ৩। নিজেদের প্রথম ম্যাচে লেবাননের কাছে ২-০ গোলে হেরেছিল তারা। সেমিফাইনালের লক্ষ্য নিয়ে সাফে যাওয়া বাংলাদেশ গ্রুপপর্বের শেষ ম্যাচে আগামী ২৮ জুন মুখোমুখি হবে ভুটানের।

Comments

The Daily Star  | English

Public admin reforms: Cluster system may be proposed for ministries

The Public Administration Reform Commission is likely to recommend reducing the number of ministries and divisions to 30 from 55 to improve coordination and slash the government’s operational cost.

6h ago