চট্টগ্রামে সাফজয়ী ৫ ফুটবলারকে সংবর্ধনা

ছবি: সংগৃহীত

নেপালে সাফ চ্যাম্পিয়নশিপ জয়ী বাংলাদেশের ৫ নারী ফুটবলারকে সংবর্ধনা দিয়েছে চট্টগ্রামের স্থানীয় পত্রিকা দৈনিক আজাদী।

আজ বুধবার চট্টগ্রামের জামাল খান সার্কেলে বিজয়ী দলের ৫ ফুটবলার মনিকা চাকমা, জমজ বোন আনাই মগিনী ও আনুচিং মগিনী, ঋতুপর্ণা চাকমা এবং রূপনা চাকমাকে সংবর্ধনা দেওয়া হয়।

এই ৫ খেলোয়াড়ের জন্ম পার্বত্য চট্টগ্রামের রাঙামাটি ও খাগড়াছড়িতে।

ছবি: সংগৃহীত

অনুষ্ঠানে ঋতুপর্ণা চাকমা বলেন, 'এত মানুষ যে আমাদের অভ্যর্থনা জানাতে রাস্তায় অপেক্ষা করবেন, এখানে পৌঁছানোর আগে ভাবতেই পারিনি। আমি শুধু এটাই বলতে চাই, আপনাদের সীমাহীন সমর্থনই আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা।'

দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক বলেন, 'জাতির জন্য সম্মান বয়ে এনেছে যে মেয়েরা, তাদের সম্মান দিতে পেরে আমরাও সম্মানিত। আমার বিশ্বাস, এই মেয়েদের নিয়ে আমরা ভবিষ্যতে বিশ্ব চ্যাম্পিয়নও হব।'

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. আশরাফ উদ্দিন, পুলিশ কমিশনার কৃষ্ণপদ রায়, দৈনিক আজাদী পত্রিকার এম এ মালেক, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এ জে এম নাছির প্রমুখ।

Comments

The Daily Star  | English

IMF reaches agreement on $1.3 billion credit facility for Bangladesh

The global lender reaches agreement on third, fourth reviews of credit facility for the country

54m ago