দুই দফায় লিড নিয়েও ভিয়ারিয়ালের কাছে হারল রিয়াল

এই হারে লিগের শিরোপা ধরে রাখা আরও কঠিন হয়ে পড়ল তাদের জন্য। চলতি মৌসুমের লা লিগায় নিজেদের মাঠে এটাই তাদের প্রথম হার।
ছবি: এএফপি

প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের শুরুতেও গোল করল রিয়াল মাদ্রিদ। তবে দুই দফায় এগিয়ে যাওয়ার পরও খালি হাতে মাঠ ছাড়তে হলো তাদের। স্প্যানিশ লা লিগায় ছন্দহীনতায় ভোগা দলটি ভিয়ারিয়ালের কাছে হেরে পেল বড় ধাক্কা।

শনিবার রাতে ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে কার্লো আনচেলত্তির শিষ্যরা পরাস্ত হয়েছে ৩-২ গোলে। এই হারে লিগের শিরোপা ধরে রাখা আরও কঠিন হয়ে পড়ল তাদের জন্য। চলতি মৌসুমের লা লিগায় নিজেদের মাঠে এটাই তাদের প্রথম হার। আগের চারটি হারের স্বাদই তারা পেয়েছিল প্রতিপক্ষের ডেরায়।

পয়েন্ট তালিকার দুইয়ে অবস্থান করা রিয়ালের অর্জন ২৮ ম্যাচে ৫৯ পয়েন্ট। এক ম্যাচ কম খেলে শীর্ষে থাকা তাদের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার পয়েন্ট ৭১। ভিয়ারিয়াল পাঁচ নম্বরে আছে ২৮ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে।

পাউ তোরেসের আত্মঘাতী গোলে স্বাগতিকরা এগিয়ে যাওয়ার পর বিরতির আগেই লড়াইয়ে সমতা টানেন স্যামুয়েল চুকুয়েজে। ভিনিসিয়ুস জুনিয়র ফের রিয়ালকে এগিয়ে দেন। হোসে মোরালেস আবার ভিয়ারিয়ালকে সমতায় ফেরানোর পর ভিয়ারিয়ালের হয়ে জয়সূচক গোল করেন চুকুয়েজে।

আট দিনের মধ্যে তিন ম্যাচ খেলবে রিয়াল। আগামী বুধবার রাতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে তাদের প্রতিপক্ষ চেলসি। তাই ভিয়ারিয়ালের বিপক্ষে নিয়মিত ফুটবলারদের কয়েকজনকে শুরুর একাদশে রাখেননি কোচ আনচেলত্তি।

লুকা মদ্রিচ, এদুয়ার্দো কামাভিঙ্গা, এদার মিলিতাও ও ফেদেরিকো ভালভার্দে বদলি হিসেবে পরবর্তীতে মাঠে নামেন। তবে টনি ক্রুস ও দানি কারভাহাল থেকে যান বেঞ্চেই। দ্বিতীয়ার্ধে মাঝামাঝি সময় তুলে নেওয়া হয় করিম বেনজেমাকে।

Comments

The Daily Star  | English

Dubious cases weaken quest for justice

A man named Labhlu Mia was shot dead in the capital’s Uttara during protests on the morning of August 5.

3h ago