আনচেলত্তিই ব্রাজিলের কোচ

Carlo Ancelotti

লম্বা সময় ধরে চলতে থাকা জল্পনা-কল্পনার অবসান ঘটল। স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ ছেড়ে শেষমেশ ব্রাজিলের কোচ হলেন কার্লো আনচেলত্তি। রেকর্ড পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের সঙ্গে তিনি কাজ শুরু করবেন আগামী ২৬ মে থেকে।

সোমবার এক বিবৃতিতে ৬৫ বছর বয়সী এই অভিজ্ঞ কোচকে নিয়োগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। সেখানে বলা হয়েছে, 'সিবিএফ অত্যন্ত গর্বের সঙ্গে জানাচ্ছে যে, আনচেলত্তি ব্রাজিল জাতীয় ফুটবল দলের পরবর্তী প্রধান কোচ হতে চলেছেন।'

বিদায়ী ক্লাব রিয়ালের হয়ে দুই দফায় মোট ১৫টি শিরোপা জিতেছেন আনচেলত্তি। লস ব্লাঙ্কোদের হয়ে দুবার করে একই মৌসুমে লা লিগা ও উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জয়ের কীর্তি রয়েছে তার। শিরোপার বিচারে তিনি সান্তিয়াগো বার্নাব্যুর দলটির ইতিহাসের সবচেয়ে সফল কোচ। সেখানে তার স্থলাভিষিক্ত হওয়া প্রায় নিশ্চিত স্প্যানিশ কোচ জাবি আলোনসোর।

ব্রাজিলিয়ান গণমাধ্যমের খবর অনুসারে, আনচেলত্তির সঙ্গে আপাতত এক বছরের চুক্তি করেছে সিবিএফ। সেটার মেয়াদ বাড়ানোর সুযোগ রাখা হয়েছে। শর্ত অনুসারে, আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি বেতন পাওয়া কোচ হবেন তিনি। তবে রিয়াল এখনও তার বিদায় নেওয়ার কোনো আনুষ্ঠানিক ঘোষণা তিনি। 

গত কয়েক বছর ধরে বাজে সময় পার করতে থাকা সেলেসাওদের দায়িত্ব চলতি মাসেই নিতে যাচ্ছেন আনচেলত্তি, 'ফুটবল ইতিহাসের সবচেয়ে সফল কোচ হিসেবে কিংবদন্তি আনচেলত্তি ২০২৪-২৫ মৌসুমের লা লিগা শেষ হওয়ার পর আগামী জুনে অনুষ্ঠেয় বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচগুলোর আগে আনুষ্ঠানিকভাবে ব্রাজিলের দায়িত্ব নেবেন। তার যোগদানের আনুষ্ঠানিক তারিখ আগামী ২৬ মে, ২০২৫।'

রিয়ালের সঙ্গে এই ইতালিয়ানের চুক্তির মেয়াদ ছিল আগামী ২০২৬ সালের জুন পর্যন্ত। তবে চলতি মৌসুম ভালো না কাটায় মেয়াদ পূরণের এক বছর আগেই সম্পর্ক ছিন্ন হলো দুই পক্ষের। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেওয়া রিয়ালের লা লিগার শিরোপা জয়ের আশাও একরকম শেষ। মাত্র তিন রাউন্ড বাকি থাকতে শীর্ষে থাকা বার্সেলোনার চেয়ে ৭ পয়েন্ট পিছিয়ে আছে তারা।

ব্রাজিলের বর্ণাঢ্য ও সুদীর্ঘ ফুটবল ইতিহাসে প্রথম বিদেশি কোচ আনচেলত্তি। তাকে শুভকামনা জানিয়েছে দেশটির সর্বোচ্চ ফুটবল নিয়ন্ত্রক সংস্থা, 'সিবিএফ আনচেলত্তিকে উষ্ণ অভ্যর্থনা জানাচ্ছে এবং তার নেতৃত্বে সাফল্যের নতুন যুগে প্রবেশে প্রত্যাশা করছে।'

আগামী বছর যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠেয় বিশ্বকাপের মূল পর্বে খেলা এখনও নিশ্চিত করতে পারেনি ব্রাজিল। ১৪ ম্যাচে তাদের অর্জন ২১ পয়েন্ট। গোল ব্যবধানে পয়েন্ট তালিকার চার নম্বরে আছে তারা। বাছাইয়ে আরও চারটি ম্যাচ বাকি আছে তাদের। প্রতিপক্ষরা হলো ইকুয়েডর, প্যারাগুয়ে, চিলি ও বলিভিয়া।

Comments

The Daily Star  | English
bangladesh bank buys dollar

BB buys $313m more from 22 banks

The cut-off rate was Tk 121.5 per US dollar

1h ago