প্রতিশ্রুতি ভঙ্গ করায় পিএসএলে এক বছর নিষিদ্ধ প্রোটিয়া অলরাউন্ডার

পিএসএলের ড্রাফটের ডায়মন্ড ক্যাটাগরি থেকে পেশোয়ার জালমি দলে নিয়েছিলো দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার করবিন বোশকে। পিএসএলের পুরো আসরে অংশ নেওয়ার জন্য তিনি প্রতিশ্রুতিবদ্ধ হয়েছিলেন। কিন্তু বাঁক বদলে যায় কদিন পর। আচমকা আইপিএলের ডাক পেয়ে পিএসএলকে না বলে দেন বোশ।
মুম্বাই ইন্ডিয়ান্স চোটে পড়া লিজার্ড উইলিয়ামসের বদলে বোশকে পছন্দ করলে তিনিও আর দ্বিধা করেননি। তবে এটা ভালোভাবে নেয়নি পাকিস্তান ক্রিকেট বোর্ড। তাকে তাই আগামী এক বছর পিএসএলে অংশগ্রহণের জন্য নিষিদ্ধ করেছে তারা।
গত জানুয়ারিতে পিএসএলের ড্রাফটের সময় ফাঁকাই ছিলেন বোশ। কারণ আইপিএলের মেগা নিলামে কোন দল পাননি তিনি। কে জানত স্বদেশী লিজার্ডের চোট তার আইপিএলের দুয়ার খুলে দেবে।
পিএসএলকে না বলায় অবশ্য দুঃখপ্রকাশ করেন বোশ, 'পাকিস্তান সুপার লিগ (পিএসএল) থেকে নিজেকে প্রত্যাহার করার সিদ্ধান্তে আমি গভীরভাবে অনুতপ্ত এবং পাকিস্তানের জনগণ, পেশোয়ার জালমির ভক্ত এবং বৃহত্তর ক্রিকেট সম্প্রদায়ের কাছে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি।'
'পিএসএল একটি মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট এবং আমার কাজের কারণে যে হতাশা সৃষ্টি হয়েছে তা আমি পুরোপুরি বুঝতে পারছি। পেশোয়ার জালমির অনুগত ভক্তদের কাছে, আমি আপনাদের হতাশ করার জন্য সত্যিই দুঃখিত।'
স্বাভাবিকভাবেই পিএসএল থেকে অনেক বেশি অর্থ ও খ্যাতি অর্জনের সুযোগ আইপিএলে। কেউ আইপিএলে সুযোগ পেলে পিএসএলে যাওয়ার কথা ভাববেন না।
পিএসএলে এক বছর নিষেধাজ্ঞার শাস্তিও নির্দ্বিধায় মেনে নিচ্ছেন বোশ, 'আমি আমার কাজের সম্পূর্ণ দায়ভার নিচ্ছি। জরিমানা এবং পিএসএল থেকে এক বছরের নিষেধাজ্ঞাসহ পরিণতিগুলো মেনে নিচ্ছি। এটি একটি কঠিন শিক্ষা ছিল, তবে আমি এই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিতে প্রতিশ্রুতিবদ্ধ এবং নতুন নিষ্ঠা এবং ভক্তদের আস্থা নিয়ে ভবিষ্যতে পিএসএলে ফিরে আসার আশা করি।'
Comments