সর্বোচ্চ গুরুত্ব নিরাপত্তায়, পাকিস্তানে থাকা নাহিদ-রিশাদকে নিয়ে বিসিবির বিবৃতি

পাকিস্তানের সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চলমান পাকিস্তান সুপার লিগে (পিএসএল) অংশ নেওয়া বাংলাদেশের দুই ক্রিকেটার রিশাদ হোসেন ও নাহিদ রানার সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে দেশের সর্বোচ্চ ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা।

কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার জেরে গতকাল মঙ্গলবার মধ্যরাতের পর পাকিস্তানে সামরিক হামলা চালিয়েছে ভারত। এরপর থেকে পারমাণবিক শক্তিধর দেশ দুটির সেনারা সীমান্তে ভারী কামানের গুলি বিনিময় করেছে।

এএফপি জানিয়েছে, এসব ঘটনায় কমপক্ষে ৩৮ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ইসলামাবাদ বলছে, ভারতের হামলায় ২৬ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। অপরদিকে নয়াদিল্লির দাবি, পাকিস্তানের গোলাগুলিতে কমপক্ষে ১২ জন নিহত হয়েছেন।

বুধবার এক বিবৃতিতে বিসিবি জানিয়েছে, এমন পরিস্থিতিতে খেলোয়াড়দের সঙ্গে তারা নিয়মিত যোগাযোগ রাখছে। পাশাপাশি প্রয়োজনীয় নিরাপত্তামূলক পদক্ষেপ গ্রহণে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনের সঙ্গে নিবিড়ভাবে কাজ করছে বোর্ড।

বিবৃতিতে বলা হয়েছে, 'গত ২৪ ঘণ্টার নিরাপত্তা পরিস্থিতি খুব ভালোভাবে লক্ষ করছে বাংলাদেশের ক্রিকেট বোর্ড (বিসিবি)। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে থাকা বাংলাদেশের খেলোয়াড়দের নিরাপত্তা ও ভালো থাকাই বোর্ডের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।

পিএসএলে খেলতে থাকা বাংলাদেশের জাতীয় দলের খেলোয়াড় রিশাদ হোসেন ও নাহিদ রানার সঙ্গে বিসিবি সার্বক্ষণিক যোগাযোগ রাখছে। বিসিবি সভাপতি ফারুক আহমেদ নিজে পরিস্থিতির বিস্তারিত খবর রাখছেন এবং খেলোয়াড়দের নিরাপত্তা ও মানসিক শান্তি নিশ্চিত করতে তিনি পিএসএলের প্রধান নির্বাহী কর্মকর্তা সালমান নাসির ও রিশাদের সঙ্গে সরাসরি কথা বলেছেন।

আমাদের খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করতে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনের সঙ্গে সক্রিয়ভাবে সমন্বয় করছে।'

এবারের পিএসএলে লাহোর কালান্দার্সের হয়ে খেলছেন লেগ স্পিনার রিশাদ। পেসার নাহিদ আছেন পেশোয়ার জালমির জার্সিতে। চলমান সামরিক উত্তেজনা সত্ত্বেও ক্রিকেট বন্ধ না করে নিয়মিত সূচিতে পিএসএল চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে পিসিবি। টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ১৮ মে।

Comments

The Daily Star  | English

US sends list of items, seeking zero duty

The US has demanded zero duty facility for a large number of its products from Bangladesh.

11h ago