আইপিএল পুনরায় শুরু করার পথে হাঁটছে বিসিসিআই

ভারত-পাকিস্তানে সংঘাতময় পরিস্থিতিতে নিরাপত্তা ঝুঁকি তৈরি হওয়ায় গত শুক্রবার এক সপ্তাহের জন্য স্থগিত হয় আইপিএল। দুই পক্ষের যুদ্ধ বিরতির পর মেগা ফ্র‍্যাঞ্চাইজি আসরটি পুনরায় চালু করতে আলোচনা শুরু করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

আইপিএলের শেষ ধাপের বাকি ম্যাচগুলোর সময়সীমা চূড়ান্ত করার আগে কেন্দ্রীয় সরকার এবং সকল অংশীদারদের সঙ্গে পরামর্শ করবে তারা। বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়ার মতে, বোর্ড লিগের রোড ম্যাপ তৈরি করার জন্য একটি সভা করার আগে আগামী ৪৮ ঘন্টা ধরে বিভিন্ন তথ্য সংগ্রহ করবে।

চারটি প্লে অফ সহ এবারের আইপিএলে মোট ষোলটি ম্যাচ বাকি আছে।

ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণার কয়েক ঘণ্টা পর ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজকে দেবজিৎ সাইকিয়া বলেন, 'বিসিসিআই গতকাল সাত দিনের জন্য আইপিএল স্থগিত করেছে এবং আজ আমরা দ্বিতীয় দিনে রয়েছি, আরও পাঁচ দিন বাকি আছে। বিসিসিআই পরিস্থিতির ক্রমবিকাশ এবং ঘটনাবলী নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং আইপিএলের সকল অংশীদার এবং সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শের পরেই আইপিএল পুনরায় শুরু করার বিষয়ে সিদ্ধান্ত নেবে।'

বিসিসিআই সচিব জানান, 'লিগ পুনরায় চালুর আগে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে, আমরা ফ্র্যাঞ্চাইজি, সম্প্রচারকারী, স্পনসর এবং অবশিষ্ট ম্যাচগুলির আয়োজক রাজ্য সংস্থাগুলির সঙ্গে আলোচনা শুরু করব।'

যুদ্ধ বিরতি হলেও আইপিএল ফের চালু করতে ভারত সরকারের অনুমিতকে সবচেয়ে গুরুত্ব দিচ্ছে বিসিসিআই। 

বিসিসিআই শুক্রবার (৯ মে) লিগ স্থগিতের ঘোষণা করে,  তার আগের রাতে ধর্মশালায় পাঞ্জাব কিংস এবং দিল্লি ক্যাপিটালসের মধ্যে একটি ম্যাচ মাঝ পথে পরিত্যক্ত করতে বাধ্য হয়েছিল নিরাপত্তার কারণেই। 

আইপিএল পুনরায় শুরু করে মে মাসের ভেতরেই শেষ করতে চায় ভারতীয় বোর্ড। অবশিষ্ট ১৬টি খেলা শেষ করার জন্য তারা ১২-১৪ দিনের একটি উইন্ডো খুঁজছে, এজন্য প্রতিদিন দুটি করে ম্যাচ দেয়া হতে পারে (আগে কেবল রোববারর দুই ম্যাচ থাকত)।

আইপিএল স্থগিত করার পর বেশির ফ্র‍্যাঞ্চাইজির বিদেশি খেলোয়ার ও সাপোর্ট স্টাফরা তাদের দেশে ফিরে গেছেন। তাদের ফেরত আনার আগে একদম স্পষ্ট সময়সূচি নিশ্চিত হতে চাইছেন তারা।

বেশিরভাগ বিদেশী ক্রিকেটার লিগ এক সপ্তাহের মধ্যে পুনরায় শুরু হলে ফিরে আসতে ইচ্ছুক বলে মনে করা হচ্ছে। কিছু বিদেশী খেলোয়াড় অবশ্য এখনও ভারত ছেড়ে যাননি। তাদের না যেতে বলা হতে পারে।

চেন্নাই সুপার কিংসের সিইও কাশী বিশ্বনাথান বলেছেন, 'যদিও আমরা প্লে-অফের দৌড়ে নেই, আমরা চাই লিগটি সম্পূর্ণ হোক। আইপিএল একটি মর্যাদাপূর্ণ লিগ এবং আমরা এই বিষয়ে বিসিসিআইকে সহযোগিতা করতে চাই। আমাদের আর মাত্র দুটি খেলা বাকি আছে এবং আমরা বিদেশী খেলোয়াড়দের জানিয়েছি যে তাদের এক সপ্তাহের মধ্যে ফিরে আসতে হতে পারে।'

১২ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে থাকা চেন্নাই শেষ দুই ম্যাচের জন্যও বিদেশিদের ফেরানোর কথা বলেছে। এতে পরিস্কার বাকিরাও সে পথেই আছে।

Comments

The Daily Star  | English

Bangladesh Bank signals market-based exchange rate regime

The central bank will allow the exchange rate of the dollar to be determined by market forces

46m ago