মুম্বাইয়ের সাবেক সহকারী কোচ এখন বাংলাদেশের ফিল্ডিং কোচ

ছবি: মুম্বাই ইন্ডিয়ান্স

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নতুন ফিল্ডিং কোচ হিসেবে জেমস প্যামেন্টকে নিযুক্ত করা হয়েছে। চলতি মাসের শেষদিকে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে টাইগারদের টেস্ট সিরিজের আগে তিনি যোগ দেবেন।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ৫৬ বছর বয়সী প্যামেন্টকে দায়িত্ব দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। ইংল্যান্ডে জন্মগ্রহণ করলেও তিনি নিউজিল্যান্ডে স্থায়ীভাবে বসবাস করছেন। সেখানে অকল্যান্ডের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটও খেলেছেন।

লম্বা মেয়াদে কাজ করার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন প্যামেন্ট। আগামী ২০২৭ সালের অক্টোবর-নভেম্বরে অনুষ্ঠেয় আইসিসি ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত তিনি থাকবেন লাল-সবুজ জার্সিধারীদের সঙ্গে।

অনেক বছর ধরে কোচিংয়ের সঙ্গে যুক্ত আছেন প্যামেন্ট। ২০১৮ সালে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল মুম্বাই ইন্ডিয়ান্সে যোগ দিয়েছিলেন তিনি। কিছুদিন আগ পর্যন্তও ফ্র্যাঞ্চাইজিটিতে ছিলেন সহকারী কোচ হিসেবে। সেখানে ফিল্ডিং ও রানিং বিটুইন দ্য উইকেটের ওপর বাড়তি গুরুত্ব দিতেন তিনি।

এর আগে পাঁচ বছর নিউজিল্যান্ডের নর্দার্ন ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করেন প্যামেন্ট। দেশটির ক্রিকেট বোর্ডের হাই পারফরম্যান্স কোচও ছিলেন। সেসময় নিউজিল্যান্ড জাতীয় দল, নিউজিল্যান্ড 'এ' দল ও নিউজিল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের ফিল্ডিং রিসোর্স কোচ ও স্পেশালিস্ট টেকনিক্যাল উপদেষ্টা হিসেবে কাজ করেন তিনি।

২০১১ সালে পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে সিরিজের সময় প্যামেন্ট নিউজিল্যান্ডের সহকারী কোচ ছিলেন। তিনি কিছুদিনের জন্য যুক্তরাষ্ট্র দলের অন্তর্বর্তীকালীন কোচের ভূমিকাও পালন করেন।

নতুন দায়িত্ব পাওয়ার অনুভূতি নিয়ে প্যামেন্ট বলেন, 'অত্যন্ত প্রতিভাবান একটি বাংলাদেশ দলের সঙ্গে জড়িত হওয়ার সুযোগ পেয়ে আমি সত্যিই উচ্ছ্বসিত। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের আগে খেলোয়াড় ও স্টাফদের সঙ্গে যোগ দিতে আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি।'

Comments

The Daily Star  | English

Students, teachers call for JnU 'shutdown'

JnU students have continued their blockade at the capital's Kakrail intersection for the second consecutive day

2h ago