আন্তর্জাতিক ক্রিকেট ২০ বছর, স্মৃতিচারণে মুশফিক

mushfiqur rahim

২০ বছর আগের এই দিনে কিশোর মুশফিকুর রহিম আন্তর্জাতিক ক্রিকেটে পা রেখেছিলেন। তখন থেকে তার পথচলা বাংলাদেশের ক্রিকেটে ধৈর্য, স্থায়িত্ব ও নিবেদনের এক নতুন সংজ্ঞা তৈরি করেছে।

২০০৫ সালে ১৮ বছর বয়সে মুশফিক আকস্মিকভাবে ইংল্যান্ড সফরের বাংলাদেশ দলে সুযোগ পেয়েছিলেন। লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে তার অভিষেক হয় ২৬ মে। ক্রিকেটের তীর্থভূমি খ্যাত ভেন্যুটিতে টেস্ট খেলা সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে সেদিন তিনি ইতিহাসে নাম লেখান।

আন্তর্জাতিক ক্রিকেটে ২০ বছর পূর্ণ হওয়ার দিনটিতে সেই স্মৃতি মুশফিকের হৃদয়ে গভীরভাবে দোলা দিয়েছে। তিনি সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে তা জানিয়েছেন। সেখানে তার ক্যারিয়ারের বেশ কিছু স্মরণীয় মুহূর্তের ছবির কোলাজসহ একটি হৃদয়গ্রাহী বার্তা রয়েছে, 'আলহামদুলিল্লাহ, আন্তর্জাতিক ক্রিকেটের ২০ বছর পূর্ণ হলো।'

মুশফিক গত মার্চ মাসে ওয়ানডে ক্রিকেট থেকে অবসরে গেছেন। এর আগে ২০২২ সালে তিনি টি-টোয়েন্টি ক্রিকেট থেকেও সরে দাঁড়ান। তার বর্ণাঢ্য ক্যারিয়ারে এখন শুধু টেস্ট ক্রিকেটই অবশিষ্ট আছে।

৩৮ বছর বয়সী এই অভিজ্ঞ উইকেটরক্ষক-ব্যাটার বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে ১০০ টেস্ট খেলার মাইলফলক ছোঁয়ার পথে আছেন। আর মাত্র চারটি ম্যাচ খেলতে হবে তাকে। এই অর্জন পেলে তিনি বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে আরও গভীরভাবে স্থান করে নেবেন।

মুশফিকের সামনের পথ অবশ্য চ্যালেঞ্জমুক্ত নয়। জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে সবশেষ টেস্ট সিরিজের বিবর্ণ পারফরম্যান্স তার সাম্প্রতিক বাজে ফর্ম নিয়ে আরও বেশি প্রশ্ন তৈরি করেছে। তবে মুশফিক বরাবরই একটি বিষয় প্রমাণ করে এসেছেন, আর তা হলো তার প্রবলভাবে ঘুরে দাঁড়ানোর ক্ষমতা।

মুশফিকের আন্তর্জাতিক ক্যারিয়ারের পরিসংখ্যান:

টেস্ট: ৯৬ ম্যাচ, ৬০৫৫ রান, সর্বোচ্চ স্কোর ২১৯*, গড় ৩৭.৩৭

ওয়ানডে: ২৭৪ ম্যাচ, ৭৭৯৫ রান, সর্বোচ্চ স্কোর ১৪৪, গড় ৩৬.৪২

টি-টোয়েন্টি: ১০২ ম্যাচ, ১৫০০ রান, সর্বোচ্চ স্কোর ৭২*, গড় ১৯.৪৮।

Comments

The Daily Star  | English

Is the govt secretly backing wrongdoers?

BNP acting chairman Tarique Rahman yesterday questioned whether the government is being lenient on the killers of Lal Chand, alias Sohag, due to its silent support for such incidents of mob violence.

1h ago