আইপিএলে বাংলাদেশের কারও দল না পাওয়া নিয়ে নাজমুল আবেদিন

‘জোর করে ফ্র্যাঞ্চাইজি লিগে ঢোকাতে পারব না’

ছবি: টুইটার

আগামী ২০২৫ আইপিএলের মেগা নিলামের চূড়ান্ত তালিকায় ছিলেন বাংলাদেশের ১২ ক্রিকেটার। কিন্তু দল পাননি কেউই। ফলে ২০২০ সালের পর ফের কোনো বাংলাদেশি থাকছেন না বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি আসরে। এটিকে এই সংস্করণের ক্রিকেটে বাংলাদেশের বেহাল পারফরম্যান্সের প্রতিফলন মনে করছেন বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম।

গত রোববার ও সোমবার অনুষ্ঠিত দুইদিনব্যাপি নিলামে বাংলাদেশের যারা চূড়ান্ত তালিকায় ছিলেন তারা হলেন সাকিব আল হাসান, মোস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন, লিটন দাস, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, শেখ মেহেদী হাসান, হাসান মাহমুদ ও নাহিদ রানা। কিন্তু কাউকে নেয়নি কোনো ফ্র্যাঞ্চাইজি। আইপিএলের সবশেষ আসরে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি ছিলেন মোস্তাফিজ।

Nazmul Abedin Fahim
নাজমুল আবেদিন ফাহিম। ফাইল ছবি (সংগৃহীত)

আইপিএলে বাংলাদেশের কারও সুযোগ না পাওয়া নিয়ে বুধবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে নাজমুল বলেছেন, 'ব্যক্তিগতভাবে আমার দুঃখ হয়। কিন্তু আমি সরাসরিভাবেই আমাদের মানটাকে বিচার করি। পৃথিবীর মঞ্চে আমি যদি জায়গা পাই, তার মানে আমার অবস্থাটা ভালো। পৃথিবীর মঞ্চে আমি যদি জায়গা না পাই, তার মানে হচ্ছে আমার অবস্থাটা ভালো নয়।'

বিকেএসপির সাবেক কোচের মতে, বাংলাদেশের ক্রিকেটারদের নিয়ে কাড়াকাড়ি না পড়লে তো আর জোর করে কাউকে কোনো দলে ঢোকানো যাবে না, 'জোর করে ফ্র্যাঞ্চাইজি লিগে ঢোকাতে পারব না। যোগ্যতা থাকলে ঢুকতে পারবে। আমাদের জন্য সুযোগ ছিল, গত বছর বা তার আগের বছরও। সেটাকে আমরা কাজে লাগাতে পারিনি। আমার মনে হয়, আমাদের চেষ্টা থাকা উচিত এই সুযোগগুলোকে কাজে লাগানোর।'

অতীতে সুযোগ থাকলেও তা কাজে না লাগানোয় আক্ষেপ জানিয়ে নাজমুল উদাহরণ টেনেছেন আফগানিস্তানের, 'আফগানিস্তান শুধু এই করেই (সুযোগ কাজে লাগিয়ে) কিন্তু ওদের খেলোয়াড়দের ধীরে ধীরে এই জায়গায় নিয়ে এসেছে। আস্তে আস্তে এই জায়গায় ওদের খেলোয়াড়ের সংখ্যা বাড়ছে, আমরা পিছিয়ে পড়েছি।'

Comments

The Daily Star  | English

Bangladeshis worry amid US immigration crackdown

The United States has deported at least 31 Bangladeshis after President Donald Trump took a tough immigration policy.

4h ago