বাংলাদেশের সিনিয়র সহকারী কোচ হলেন সালাহউদ্দিন

অপেক্ষা ছিল কেবল আনুষ্ঠানিক ঘোষণার। সেটা চলে এলো। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সিনিয়র সহকারী কোচ হলেন মোহাম্মদ সালাহউদ্দিন। আগামী বছরের ১৫ মার্চ পর্যন্ত দায়িত্বে থাকবেন তিনি।

মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঘরোয়া ক্রিকেট অঙ্গনের প্রখ্যাত কোচ সালাহউদ্দিনকে নিয়োগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তার কোচিং ক্যারিয়ার প্রায় দুই দশকের।

বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে আগেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে সালাহউদ্দিনের। তিনি ২০০৬ থেকে ২০১০ সাল পর্যন্ত ছিলেন সহকারী কোচ ও ফিল্ডিং কোচ। এছাড়া, বিসিবির জাতীয় ক্রিকেট একাডেমির বিশেষজ্ঞ কোচের ভূমিকায় তাকে দেখা গেছে ২০১০ থেকে ২০১১ সাল পর্যন্ত। এরপর ২০১৪ সালে তিনি সিঙ্গাপুরের প্রধান কোচ হন। তার অধীনে আইসিসি বিশ্ব ক্রিকেট লিগের ডিভিশন চারে পৌঁছেছিল দলটি।

সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি সভাপতি ফারুক আহমেদ জানিয়েছেন, সালাহউদ্দিনের নিয়োগ পাওয়াটা বাংলাদেশের ক্রিকেটের সর্বোচ্চ স্তরে অবদান রাখার জন্য স্বদেশি কোচদের উঠে আসার পথ আরও প্রশস্ত করবে।

তিনি বলেছেন, 'আমি যখন বিসিবি সভাপতির দায়িত্ব গ্রহণ করি, আমি জাতীয় দলের কাঠামোয় অবদান রাখার জন্য যোগ্য প্রার্থীদের সুযোগ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলাম। সালাহউদ্দিন নিজের সঙ্গে যে অভিজ্ঞতা, সুনাম ও জ্ঞানভাণ্ডার নিয়ে এসেছেন, তা তাকে এই দায়িত্বের জন্য আদর্শ প্রার্থী করে তুলেছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, এখন আরও দক্ষ বাংলাদেশি কোচদের কাঠামোয় অন্তর্ভুক্ত করার সময় এসেছে।'

এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) ও ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) লেভেল-৩ কোচিং কোর্সের স্বীকৃতি আছে সালাহউদ্দিনের। তিনি ঘরোয়া পর্যায়ে সফলতম কোচদের একজন। ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ও ওয়ানডে আসর ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) কোচ হিসেবে একাধিক শিরোপা জিতেছেন তিনি।

Comments

The Daily Star  | English

Nusraat Faria gets bail

A Dhaka court today granted bail to popular actor Nusraat Faria in an attempted murder case tied to the July uprising

13m ago