মিরপুর টেস্ট

আলোক স্বল্পতায় বন্ধ হয়ে গেল দিনের খেলা

mirpur sher e bangla

বৃষ্টিতে ৮০ মিনিট খেলা বন্ধ থাকার পর  খেলা শুরু হলেও তা বেশি সময় চালানো গেল না। পাঁচ ওভার স্পিনারদের দিয়ে বল করানোর পর আলোক স্বল্পতায় দিনের খেলা বন্ধ হয়ে গেছে। 

বিকেল ৩টা ৫৬ মিনিটে দুই আম্পায়ার পর্যবেক্ষণ করে দিনের খেলার সমাপ্তি টানেন। বৃষ্টির আগেই ৮০ ওভার হয়ে যাওয়ায় নতুন বল এভেইলেবল ছিলো দক্ষিণ আফ্রিকার। তবে কম আলোয় পেস বোলারদের বোলিং করানোর অনুমতি দেননি আম্পায়াররা। দক্ষিণ আফ্রিকান অধিনায়ক এইডেন মার্করাম বাধ্য হয়ে নিজে বল করতে আসেন। এই পাঁচ ওভারে আরও কিছুটা লিড বাড়িয়ে নিয়েছে বাংলাদেশ। 

দ্বিতীয় দফায় খেলা বন্ধের আগে বাংলাদেশের সংগ্রহ ৭ উইকেটে ২৮৩ রান। লিড হয়ে গেছে ৮১ রানের। সাতে নামা মেহেদী হাসান মিরাজ বীরত্বপূর্ণ ইনিংস খেলে অপরাজিত আছেন ৮৭ রানে। তার সঙ্গে ১৬ রান নিয়ে ক্রিজে আছেন নাঈম হাসান। 

বুধবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টেস্টের তৃতীয় দিনের শুরুটা ভীষণ বাজে ছিলো স্বাগতিকদের। আগের দিনের দুই অপরাজিত ব্যাটার মাহমুদুল হাসান জয় ও মুশফিকুর রহিমকে দ্রুত তুলে নেন কাগিসো রাবাদা। কেশব মহারাজের শিকার হয়ে থিতু হওয়ার আগে ফেরেন লিটন দাস। ১১২ রানে ৬ উইকেট হারিয়ে হারের দ্বারপ্রান্তে চলে গিয়েছিল বাংলাদেশ। খাদের কিনার থেকে এরপর শতরানের দারুণ জুটিতে দলকে টেনে তুলেন মেহেদী হাসান মিরাজ ও জাকের আলি অনিক। 

সপ্তম উইকেটে দুজনে মিলে যোগ করেন ১৩৮ রান। অভিষিক্ত জাকের ৫৮ করে মহারাজের বলে এলবিডব্লিউ হলে ফের ধাক্কা খায় বাংলাদেশ। ৮০ ওভার হয়ে যাওয়ায় এরপর নতুন বল নিতে পারত দক্ষিণ আফ্রিকা। কিন্তু ভাগ্য সহায় হয় স্বাগতিকদের, নামে বৃষ্টি। ৮০ মিনিট খেলা বন্ধের পর আলো কমে যাওয়ায় আবার পেসারদের বল করার অনুমতি দেননি আম্পায়াররা। ফলে এখনো নতুন বল নেওয়া হয়নি তাদের। নতুন বল না থাকায় সুবিধা পেয়েছেন বাংলাদেশের মিরাজ-নাঈম।  

Comments