বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের সূচি

আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট মিরপুরে

ছবি: বিসিবি

এক টেস্ট, তিন ওয়ানডে আর দুই টি-টোয়েন্টির সিরিজ খেলতে দুই ধাপে বাংলাদেশ সফর করবে আফগানিস্তান। ১৪ জুন একমাত্র টেস্ট হবে মিরপুরে।  বুধবার আফগান সিরিজের সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

১০ জুন সিরিজ খেলতে ঢাকায় আসবে আফগানরা। স্পিন শক্তিতে ভরপুর আফগানদের বিপক্ষে মিরপুরের মাঠে টেস্ট খেলবে বাংলাদেশ। এর আগে ২০১৯ সালে চট্টগ্রামে স্পিন বান্ধব উইকেটে তাদের বিপক্ষে খেলা একমাত্র টেস্ট হেরে গিয়েছিলেন সাকিব আল হাসানরা।  

মিরপুরে প্রথম টেস্ট খেলে ১৯ জুন ভারতে চলে যাবে তারা।  সেখানে গিয়ে খেলবে সীমিত ওভারের এক সিরিজ। একই সময় ঈদুল আজহার জন্য ছুটি থাকবে বাংলাদেশের ক্রিকেটারদের। ১ জুলাই আবার বাংলাদেশে আসবেন রশিদ খানরা।

ঢাকায় নেমেই চট্টগ্রামে চলে যাবে তারা।  ৫ জুলাই জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হবে প্রথম ওয়ানডে, ৮ জুলাই দ্বিতীয় ও ১১ জুলাই হবে তৃতীয় ওয়ানডে।

চট্টগ্রাম থেকে ১২ জুলাই সিলেটে যাবে দুদল। দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। ১৪ ও ১৬ জুলাই হবে কুড়ি ওভারের দুই ম্যাচ।

Comments

The Daily Star  | English
health reform

Priorities for Bangladesh’s health sector

Crucial steps are needed in the health sector for lasting change.

16h ago