বাংলাদেশের বিপক্ষে আফগানিস্তান দলে ফিরলেন নুর ও সেদিকউল্লাহ

সেদিকউল্লাহ অটল। ছবি: আফগানিস্তান ক্রিকেট বোর্ড

সাম্প্রতিক সময়ে ছন্দে থাকার পুরস্কার পেলেন আফগানিস্তানের বাঁহাতি ওপেনার সেদিকউল্লাহ অটল। ঘরোয়া ক্রিকেটে ও চলমান ইমার্জিং টিমস এশিয়া কাপে দারুণ পারফরম্যান্সের সুবাদে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে ডাক পেলেন তিনি। তার পাশাপাশি ফেরানো হলো বাঁহাতি রিস্ট স্পিনার নুর আহমেদকে।

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের জন্য মঙ্গলবার ১৯ সদস্যের স্কোয়াড দিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। তাদেরকে নেতৃত্ব দেবেন হাশমতউল্লাহ শহিদি। সহ-অধিনায়কের দায়িত্বে আছেন রহমত শাহ। গত মাসে শারজাহতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২-১ ব্যবধানে জেতা ওয়ানডে সিরিজের ১৭ জনের স্কোয়াডের সবাই থাকছেন বাংলাদেশের বিপক্ষে। তাদের সঙ্গে যুক্ত হয়েছেন সেদিকউল্লাহ ও নুর।

রহমানউল্লাহ গুরবাজ, মোহাম্মদ নবি, ফজল হক ফারুকি ও রশিদ খানের মতো তারকারা দলে থাকলেও নেই ওপেনার ইব্রাহিম জাদরান ও অফ স্পিনার মুজিব উর রহমান। তারা এখনও চোট থেকে সেরে উঠতে পারেননি।

নুর আহমেদ। ছবি: এএফপি

ওয়ানডে অভিষেকের অপেক্ষায় থাকা সেদিকউল্লাহ এই সংস্করণের দলে আগেও সুযোগ পেলেও ম্যাচ খেলতে পারেননি। আফগানিস্তানের হয়ে অবশ্য ছয়টি টি-টোয়েন্টি খেলার অভিজ্ঞতা আছে তার। ২৩ বছর বয়সী ব্যাটার ওমানে চলমান ইমার্জিং টিমস এশিয়া কাপে অসাধারণ ফর্মে আছেন। এখন পর্যন্ত তিন ম্যাচ খেলে প্রতিটিতেই করেছেন ফিফটি।

আফগানিস্তান 'এ' দলের হয়ে শ্রীলঙ্কা 'এ' দলের বিপক্ষে ৮৩ রান দিয়ে আসর শুরু করেন সেদিকউল্লাহ। ৪৬ বল মোকাবিলায় ২ চারের সঙ্গে হাঁকান ৭ ছক্কা। এরপর বাংলাদেশ 'এ' দলের বিপক্ষে ৫৫ বলে করেন অপরাজিত ৯৩ রান। সেদিন তার ব্যাট থেকে আসে ৯ চার ও ৫ ছক্কা। আর ওয়ানডে দলে ডাক পাওয়ার দিন হংকংয়ের বিপক্ষে ৪১ বলে ৫২ রানের ইনিংস খেলেন সেদিকউল্লাহ। তবে আগের দুই ম্যাচ জিতলেও বিস্ময়করভাবে হংকংয়ের কাছে হেরে গেছে আফগানিস্তান 'এ'।

১৯ বছর বয়সী নুর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আফগানদের সবশেষ ওয়ানডে সিরিজের স্কোয়াডে ছিলেন না। তিনি ফিরেছেন ক্যরিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) নজরকাড়া নৈপুণ্যে দেখিয়ে। চ্যাম্পিয়ন সেন্ট লুসিয়া কিংসের হয়ে মাত্র ১৩.২২ গড়ে আসরের সর্বোচ্চ ২২ উইকেট শিকার করেন। এতে সিপিএলের সেরা খেলোয়াড়ের পুরস্কারও জেতেন তিনি। আফগানিস্তানের জার্সিতে এখন পর্যন্ত ১০টি ওয়ানডে ও ১৪টি টি-টোয়েন্টি খেলেছেন নুর।

শারজাহতে আগামী ৬ নভেম্বর প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ ও আফগানিস্তান। একই মাঠে পরের দুটি ম্যাচ হবে ৯ ও ১১ নভেম্বর। গত বছর দুই দলের সবশেষ ওয়ানডে সিরিজে বাংলাদেশ দেশের মাটিতে হেরেছিল ২-১ ব্যবধানে।

আফগানিস্তানের ওয়ানডে দল: হাশমতউল্লাহ শহিদি (অধিনায়ক), রহমত শাহ (সহ-অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ইকরাম আলিখিল (উইকেটরক্ষক), আব্দুল মালিক, রিয়াজ হাসান, সেদিকউল্লাহ অটল, দারভিশ রাসুলি, আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবি, গুলবদিন নাইব, রশিদ খান, নাঙ্গিয়াল খারোতি, আল্লাহ মোহাম্মদ গজনফর, নুর আহমেদ, ফজল হক ফারুকি, বিলাল সামি, নাভিদ জাদরান, ফরিদ আহমেদ মালিক।

Comments

The Daily Star  | English
BNP's stance on president removal in Bangladesh

BNP for polls roadmap in 2 to 3 months

Unless the interim government issues a roadmap to the next election in two to three months, the BNP may take to the streets in March or April next year, say top leaders of the party.

6h ago