‘অবশ্যই আফগানিস্তান সিরিজ জিতবে’
কেউ পড়েন ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, আবার বেশ কয়েকজন আছেন যারা চট্টগ্রামেরই একটি বিশ্ব বিদ্যালয়ের শিক্ষার্থী। একজন আবার এসেছেন নিউজিল্যান্ড থেকে। বাংলাদেশের বিপক্ষে নিজেদের দেশের খেলা দেখতে আফগানিস্তানের বেশ কয়েকজন সমর্থককে পাওয়া গেল চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। ঐতিহ্যবাহী পোশাক আর রঙিন সাজে আলাদা করে সবার নজর কেড়ে নেওয়া এই শিক্ষার্থীরা নিজেদের দল নিয়ে বেশ আশাবাদী।
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের রুফটপ গ্যালারিতে টিভি ক্যামেরা ছুটে গেল বারবার। বাংলাদেশের উইকেট পড়তেই উড়ল আফগান পতাকা, ৬০-৭০ জনের দল মাতিয়ে রাখল গোটা গ্যালারি।
চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি অব উইমেন্সে পড়াশোনা করেন হালিমা। তিনি মূলত ফুটবল খেলোয়াড়। এমনকি চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে খেলেন ফুটবল। তবে নিজ দেশের খেলা বলেই বন্ধুদের সঙ্গে ছুটে এসেছেন তিনি, 'আমি চট্টগ্রামে এশিয়ান বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্সে পড়ি। চার মাস আগে আমি এখানে পড়তে এসেছি। আমি মূলত ফুটবল খেলি। এমএ আজিজ স্টেডিয়ামে আমি গিয়ে ফুটবল খেলি। ক্রিকেট তেমন কিছু বুঝি না। কিন্তু আমাদের দেশ আফগানিস্তান খেলছে তাই বন্ধুদের সঙ্গে দেখতে এসেছি।'
বাংলাদেশে বেশ সাবলীল জীবন যাপন করে নিজের পছন্দে খেলা খেলতে পারলেও নিজ দেশের অবস্থা যে একদম ভিন্ন সেটাও জানাতে ভুললেন না, 'না আফগানিস্তানে মেয়েদের ফুটবল খেলার অবস্থা নেই। আমি ইরানে যখন পড়তাম তখন সেখানে খেলতাম। দেশে আসলে মেয়েদের অবস্থা খুব একটা ভালো না, খুব কঠিন পরিস্থিতি।'
হালিমার বন্ধু রাহিমা আবার ক্রিকেট বেশ ভালো বুঝেন, খবরও রাখেন। তবে তার কথা বুঝতে হলো তাদের আরেক বন্ধু অনুবাদকের ভূমিকা নেওয়ায়। পার্সিয়ান ভাষায় তিনি যা বললেন তার তর্জমা হলো, 'আফগানিস্তান অবশ্যই এই খেলায়, এই সিরিজ জিতবে। ঢাকায় টেস্ট ম্যাচে আমাদের সেরা দল ছিল না। এখন রশিদ খানসহ সবাই আছে। কাজেই আমরা মনে করি আফগানিস্তানই জিতবে।'
ঢাকায় ইসলামিক বিশ্ববিদ্যালয়ে প্রকৌশল বিষয়ে পড়েন এনায়েতুল্লাহ। তিনি আবার বাংলাদেশকেই এগিয়ে রাখছেন, তবে আশাটা তারও, 'আমি ইসলামিক বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিং পড়ি, ঢাকায়। ঢাকা থেকে খেলা দেখতে এসেছি। এই প্রথম বাংলাদেশে খেলা দেখতে মাঠে এলাম। আফগানিস্তান ইদানিং ভালো খেলছে না। বাংলাদেশ আফগানিস্তান থেকে ভালো দল। তবে আজ আশা করি, আমাদের দল ভালো করবে।'
নিউজিল্যান্ডে থাকেন রহিম সিদ্দিকী। আফগানিস্তান ছেড়ে সেখানেই থিতু হয়েছেন। কেবল এই সিরিজ দেখার জন্যই ছুটে এসেছেন বাংলাদেশে, 'আমি নিউজিল্যান্ড থেকে এসেছি। আমি মূলত ঘুরে বেড়াই এবং খেলাধুলো পছন্দ করি। এখানেই সেভাবে এলাম। আশা করছি, আফগানিস্তান জিতবে।'
Comments