আইপিএল ২০২৫

আইপিএলে এবার যেসব নিয়মে এসেছে বদল

আজ ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ম্যাচ দিয়ে শুরু হচ্ছে এবারের আইপিএল। আইপিএলের ১৮তম আসরে দেখা যাবে নিয়মের কিছু মৌলিক বদল। 

বলে থুতু লাগানোর অনুমতি

করোনাভাইরাস মহামারির পর ক্রিকেট বলে থুতু লাগানো নিষিদ্ধ করে আইসিসি, দুনিয়ার সব প্রান্তে একই নিয়ম অনুসরণ করে আসা হয়েছিলো এতদিন। এবার আইপিএলে বলে থুতু ব্যাবহারের অনুমতি দেওয়া হয়েছে। আইপিএলে দেখা যাবে আরও নতুন কিছু নিয়ম।

বলে থুতু লাগানোর অনুমতি দেওয়ায় বোলাররা রিভার্স স্যুইং করানোর অস্ত্র হাতে পাবেন বলে ধারণা করা হচ্ছে।

দ্বিতীয় ইনিংসে দুটি নতুন বল

আইপিএলে এবার দ্বিতীয় ইনিংসের ১০ ওভার পর দেওয়া হবে আরেকটি নতুন বল। টি-টোয়েন্টি ম্যাচে প্রতি ইনিংসে এমনিতে আলাদা দুই নতুন বল দিয়ে খেলা হয়। এবার একটি ম্যাচে ব্যবহৃত হবে তিনটি নতুন বল। অর্থাৎ দ্বিতীয় ইনিংসেই থাকবে দুইটি নতুন বল। এর কারণ হিসেবে রাতের ম্যাচে শিশিরের প্রভাব কমানোর কথা বলা হচ্ছে।

বল যাতে শিশিরে ভিজে বেশি ভারি না হয়, ব্যাটাররা যাতে বাড়তি সুবিধা না পান। যাতে টস বড় ফ্যাক্টর না হয় সেই চিন্তাতেই করা হয়েছে এই নিয়ম।

ওয়াইডের রিভিউ দেখতে প্রযুক্তির ব্যবহার

গত আসরেও ওয়াইড বলে রিভিউ চাওয়ার নিয়ম ছিলো। এবারও তা থাকছে, এবার নতুন হিসেবে অফ স্টাম্পের বাইরের ওয়াইড ও মাথার ওপরের ওয়াইডের জন্য হক-আই প্রযুক্তি ব্যবহার করা যাবে। অর্থাৎ আরও নিখুঁতভাবে দেখা যাবে বলটি ওয়াইড কি ওয়াইড না।

স্লো ওভার রেটের সাজায় বদল

গত বছর তিন ম্যাচে স্লো ওভার রেটের কারণে এবার আইপিএলে প্রথম ম্যাচ খেলতে পারছেন না হার্দিক পান্ডিয়া। নতুন নিয়মে আর নিষেধাজ্ঞা পেতে হবে না কোন অধিনায়ককে। স্লো ওভাররেটের জন্য করা হবে জরিমানা, দেওয়া হবে ডিমেরিট পয়েন্টও ও মাঠেই ফিল্ডিং বাধ্যবাধকতা দিয়ে দেওয়া হবে শাস্তি।

Comments

The Daily Star  | English
JCD blocks Shahbagh over DU student Shammo murder

Shammo murder: JCD blocks Shahbagh demanding justice

The protesters also demanded the resignation of the VC and proctor of Dhaka University

58m ago