চোট নিয়ে বল করে টুর্নামেন্টই শেষ রাজস্থানের পেসারের

Sandeep Sharma

রাজস্থান রয়্যালসের জন্য এবারের আইপিএল যেন চোট সমস্যায় জেরবার হয়ে যাওয়া। দলের অধারাবাহিক পারফরম্যান্সের সঙ্গে একের পর এক চোট সমস্যায় ভুগছে তারা। নিয়মিত অধিনায়ক সঞ্জু স্যামসন কয়েক ম্যাচ ধরেই আছেন বাইরে, এবার গুরুত্বপূর্ণ পেসার সন্দীপ শর্মাকে বাকি আসরের জন্যই হারালো দলটি।

বৃহস্পতিবার মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ঘরের মাঠ জয়পুরে নামার আগেই রাজস্থান জানায় এই দুঃসংবাদ। আঙুলে চিড় দরায় সন্দীপ এবারের আসরের বাকি ম্যাচগুলোতে আর খেলতে পারবেন না। এই চোট তিনি পেয়েছিলেন গুজরাট টাইটান্সের বিপক্ষে সর্বশেষ ম্যাচে, যেখানে চোট পাওয়ার পরও দলের স্বার্থে বল করেন, 'গত ম্যাচে এই চোট নিয়েও বোলিং চালিয়ে যাওয়ার জন্য তিনি অসাধারণ সাহস দেখিয়েছেন। ফ্র্যাঞ্চাইজির সকলে তার সম্পূর্ণ ও দ্রুত সুস্থতা কামনা করছে।'

৩১ বছর বয়সী সন্দীপ গুজরাট টাইটানসের বিপক্ষে রয়্যালসের ঘরের মাঠে খেলার সময় নিজের বোলিংয়ে শুভমান গিলের একটি শটে ফিল্ডিং করার সময় এই আঘাত পান। বোলারকে সঙ্গে সঙ্গেই দলের ফিজিও পরিচর্যা করেন। তবু যন্ত্রণা সয়ে তার স্পেলের বাকি আটটি বলও করেছিলেন।

সন্দীপ ছিটকে যাওয়ায় প্লে অফের দৌড়ে টিকে থাকতে বড় ধাক্কা খেল রাজস্থান রয়্যালস।

সন্দীপের জায়গায় মুম্বাই ইন্ডিয়ানের বিপক্ষে আকাশ মাধওয়ালকে দলে রেখেছে প্রথম আইএলের চ্যাম্পিয়নরা। এবার আইপিএলে ১  ম্যাচে ৯.৮৯ ইকোনমিতে নয় উইকেট নেন সন্দীপ।  রাজস্থান রয়্যালসের বিবৃতিতে বলা হয়েছে  তাদের টিম ম্যানেজমেন্ট তার বিকল্প ঠিক করার জন্য কাজ করছে, যা যথাসময়ে ঘোষণা করা হবে।

Comments

The Daily Star  | English

Health Sector Reform Commission submits report to Yunus

Calls for constitutional obligation of primary healthcare

30m ago