আইপিএল

আলোড়ন তোলা বৈভবকে উপায় না দেখে খেলাচ্ছে রাজস্থান!

Vaibhav Suryavanshi

১৪ পেরুনো কিশোর বৈভব সূর্যবংশীকে মেগা নিলাম থেকে দলে নিলেও খেলানোর কোন পরিকল্পনা ছিলো না রাজস্থান রয়্যালসের। তাদেরকে মূলত বাধ্য করেছে পরিস্থিতি। এখন বলা উচিত, ভাগ্যিস সেরকমটা হয়েছে। না হলে এমন বিস্ময় বালকের সামর্থ্যের প্রমাণ, বিশ্বরেকর্ডের দেখা যে মিলত না এবার। আইপিএলের এবারের মৌসুম রাজস্থান রয়্যালসের জন্য হতাশার হলেও বৈভবের জন্য আগামীর সম্ভাবনায় ভরপুর।

রাজস্থান এবার শুরুতেই ধাক্কা খায় নিয়মিত অধিনায়ক সঞ্জু স্যামসনের চোটে। শুরুর দিকে ইমপ্যাক্ট সাব হিসেবে খেলেছিলেন সঞ্জু, পরে ফিট হয়ে ফিরলেও চালিয়ে যেতে পারেননি বেশি। আবার চোটে পড়ে একদম বাইরে চলে যান।

সঞ্জু না থাকায় টপ অর্ডারে একটা জায়গা হয়ে যায় ফাঁকা। সেখানে বিদেশি ক্রিকেটারও না থাকায় বিপাকে পড়ে রাজস্থান। পরে যশ্বসি জয়সওয়ালের সঙ্গে ঝুঁকি নিয়ে নামিয়ে দেয়া হয় ১৪ পেরুনো বৈভবক। দলের বোলিং কোচ শেন বন্ড কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে নামার আগে ইডেনে এমনটাই বললেন,  'সঞ্জু (স্যামসন) ফিট থাকলে বৈভব খেলত না।'

নামার পরই রীতিমতো ইতিহাস। লখনউ সুপার জায়ান্টের বিপক্ষে অভিষেকে মুখোমুখি প্রথম বলেই লং অফ দিয়ে উড়ান ছক্কা। বুঝিয়ে দেন নিজের এটিচ্যুড। সেদিন ২০ বলে ৩৪ রানের মধ্যে একটা বড় ঝড়ের আভাস ছিলো। বেঙ্গালুরুর বিপক্ষে পরের ম্যাচে ১৬ করে থামেন। নিজের তৃতীয় ম্যাচেই তোলপাড় করেন বৈভব। স্বীকৃত টি-টোয়েন্টিতে সবচেয়ে কম বয়েসী হিসেবে সেঞ্চুরির বিশ্ব রেকর্ড গড়েন। আইপিএলের ইতিহাসে ক্রিস গেইলের পর দ্বিতীয় দ্রুততম (৩৫ বলে) সেঞ্চুরির রেকর্ডও গড়েন। গুজরাট টাইটান্সের বিপক্ষে ৩৮ বলে ১০১ রানের ইনিংসের পর বৈভব এখন ক্রিকেট দুনিয়ার নতুন বিস্ময়।

বন্ড জানালেন তাকে নিজের ইচ্ছেমত বল পেটানোর স্বাধীনতা দিয়ে রেখেছে রাজস্থান,  'মাঠে গিয়ে যেন সে নিজের খেলাটা খেলতে পারে সেই লাইসেন্স তাকে দেওয়া আছে। ছেলেটা ভালোই করছে।'

রোববার ইডেনে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে নামবে রাজস্থান, এই ম্যাচের আগে ব্যাটিং কোচের পরামর্শে নিজেকে তৈরি করছেন বৈভব,  'বিক্রম রাঠোর ওর সঙ্গে পরিকল্পনা নিয়ে কথা বলেন। কীভাবে কাদের বিপক্ষে খেলতে হবে জানিয়ে দেন। বৈভব চমৎকার ছেলে, ওর ব্যাটে ঝড় চলুক, সবাই সেটা চায়।'

সেঞ্চুরির পরের ম্যাচেই প্রথম বলে শূন্য রানে আউট হয়েছেন। তাতে অবশ্য কোন আক্ষেপ নেই রাজস্থানের। এই অল্প বয়েসী ব্যাটারকে লম্বা রেসের ঘোড়া ভেবে যত্ন করে বড় করতে চায় তারা, 'কোন সংশয় নাই যে বৈভব তুমুল প্রতিভাবান ক্রিকেটার। কিন্তু ওর বয়সটা কম। তাকে অনেক কিছু শিখতে হবে, ওকে নিয়ে ধৈর্য রাখতে চাই আমরা।'

Comments

The Daily Star  | English
FY2026 Budget,

How the FY2026 budget can make a difference amid challenges

The FY2026 budget must be more than a mere fiscal statement.

17h ago