ভারত-পাকিস্তান সংঘাত: এবার স্থগিত হলো আইপিএল

ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান সংঘাতের কারণে এবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) স্থগিত করা হয়েছে। টুর্নামেন্টটির আয়োজক ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শুক্রবার দুপুরে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো জানায়, খুব শীঘ্রই এই বিষয়ে একটি আনুষ্ঠানিক ঘোষণা আসবে আইপিএল কর্তৃপক্ষের কাছ থেকে। পরে বিসিসিআইয়ের এক বিবৃতিতে পূর্বনির্ধারিত সূচির বাকি সব ম্যাচ এক সপ্তাহের জন্য স্থগিত করার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
জম্মু থেকে সড়কপথে ২০০ কিলোমিটারের মধ্যে অবস্থিত ধর্মশালায় গতকাল বৃহস্পতিবার রাতে পাঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালসের মধ্যকার আইপিএলের ম্যাচটি মাঝপথে পরিত্যক্ত ঘোষণা করা হয়। পরবর্তীতে একটি বিবৃতিতে বিসিসিআই জানায়, 'এই এলাকার বিদ্যুৎ বিভ্রাটের কারণে এইচপিসিএ স্টেডিয়ামের একটি ফ্লাডলাইট টাওয়ার কাজ করা বন্ধ করে দিয়েছে। স্টেডিয়ামে উপস্থিত দর্শকদের যে অসুবিধা হয়েছে, সেজন্য বিসিসিআই দুঃখ প্রকাশ করছে।'
বৃহস্পতিবার ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের জম্মু শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। দেশটির সামরিক বাহিনী জানিয়েছে, বিতর্কিত অঞ্চলটিতে পাকিস্তান ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। পারমাণবিক শক্তিধর প্রতিবেশি দেশ দুটির মধ্যে সংঘর্ষের দ্বিতীয় দিনে এই ঘটনা ঘটেছে।
সীমান্তবর্তী জম্মু থেকে আকাশপথে ১৫০ কিলোমিটারেরও কম দূরত্বে অবস্থিত ধর্মশালা। ভারতের ওই অঞ্চলের প্রধান বিমানবন্দরগুলোর একটি সেখানে অবস্থিত। পাকিস্তানের হামলার হিমাচল প্রদেশের শহরটিতে বিমান চলাচল বন্ধ হয়ে গেছে।
ধর্মশালা ও এর আশেপাশের এলাকার বিমানবন্দরগুলো বন্ধ থাকায় পাঞ্জাব ও দিল্লির খেলোয়াড় ও স্টাফদের জন্য আইপিএল কর্তৃপক্ষ একটি বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে। তাতে চড়ে শুক্রবার সকালে দিল্লির দিকে রওয়ানা হয়েছেন তারা।
এর আগে ধর্মশালা থেকে আইপিএলের একটি ম্যাচ সরিয়ে নিতে বাধ্য হয়েছিল বিসিসিআই। আগের সূচি অনুসারে, আগামী রোববার অনুষ্ঠেয় পাঞ্জাব ও মুম্বাই ইন্ডিয়ান্সের ম্যাচটির নতুন ভেন্যু হিসেবে আহমেদাবাদকে বেছে নেওয়া হয়েছিল। কিন্তু ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাত বেড়েই চলায় জরুরি বৈঠক করে এবার আইপিএলের বাকি অংশ স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন আয়োজকরা।
লিগ পর্বের ১২টিসহ এবারের আইপিএলে মোট ১৬টি ম্যাচ বাকি আছে। পূর্বের সূচি অনুযায়ী, প্রথম পর্বে আহমেদাবাদে তিনটি, লখনউ ও বেঙ্গালুরুতে দুটি করে এবং হায়দরাবাদ, দিল্লি, চেন্নাই, মুম্বাই ও জয়পুরে একটি করে খেলা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। প্লে-অফ পর্বের ম্যাচগুলো গড়ানোর কথা ছিল হায়দরাবাদ ও কলকাতার মাঠে।
চলমান যুদ্ধাবস্থার প্রভাব পড়েছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ওপরও। টুর্নামেন্টটির বাকি আটটি ম্যাচ পাকিস্তান থেকে সংযুক্ত আরব আমিরাতে সরিয়ে নেওয়া হয়েছে। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানিয়েছে, ম্যাচগুলোর দিনক্ষণ ও ভেন্যু যথাসময়ে প্রকাশ করা হবে।
গত মাসে কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার জেরে গত মঙ্গলবার মধ্যরাতের পর পাকিস্তানে সামরিক হামলা চালায় ভারত। এরপর থেকে সীমান্তে গুলি বিনিময়সহ পারমাণবিক শক্তিধর দেশ দুটির মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে। পাকিস্তানও ইতোমধ্যে পাল্টা হামলা চালিয়েছে ভারতে। এখন পর্যন্ত অন্তত ৪৮ জন নিহত হয়েছেন, যা দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশির মধ্যে গত কয়েক দশকের ভেতরে সবচেয়ে ভয়াবহ সহিংসতা।
Comments