অর্থ আত্মসাৎ

এবি ব্যাংকের সাবেক ২ কর্মকর্তার জামিন, শামীম চৌধুরীসহ কারাগারে ৪

আদালতের আদেশের প্রতিকী রূপ। ছবি: সংগৃহীত
আদালতের আদেশের প্রতিকী রূপ। ছবি: সংগৃহীত

জাল কার্যাদেশ এবং অবৈধ ব্যাংক গ্যারান্টি প্রদানের মাধ্যমে ১৭৬ কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগে দায়ের মামলায় বিচারিক আদালতে আত্মসমর্পণের পর এবি ব্যাংকের সাবেক চার কর্মকর্তাকে কারাগারে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত।

তারা হলেন—এবি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শামীম আহমেদ চৌধুরী, সাবেক ভাইস প্রেসিডেন্ট খন্দকার রাশেদ আনোয়ার, সাবেক অ্যাসিসট্যান্ট এমারত হোসেন ফকির ও সিরাজুল ইসলাম।

এ ছাড়া, আদালত সাবেক দুই কর্মকর্তা সালমা আক্তার ও ওয়াসিকা আফরোজীর জামিন মঞ্জুর করেছেন।

আজ বুধবার আদালতে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে জামিন আবেদন করলে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসাইন এই আদেশ দেন।

আইনজীবী আদালতকে জানান, তার মক্কেলরা হাইকোর্ট বিভাগ থেকে এর আগে অন্তর্বর্তী জামিন পেয়েছেন, সেই কারণে তাদের আবারও জামিন দেওয়া হোক।

দুর্নীতি দমন কমিশনের পাবলিক প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম জামিন আবেদনের বিরোধিতা করে বলেন, তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে।

২০২১ সালের ৮ জুন অর্থ আত্মসাতের অভিযোগে এবি ব্যাংকের সাবেক দুই ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মসিউর রহমান চৌধুরী, শামীম আহমেদ চৌধুরীসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

এজাহার অনুসারে, আসামিরা ২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত সময়ে পরস্পরের সহায়তায় জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে জাল কার্যাদেশ প্রস্তুত করে ছয়টি জাল কার্যাদেশের বিপরীতে ১৬৬ কোটি ১৮ লাখ টাকা উত্তোলন করে আত্মসাৎ করেন।

এ ছাড়া, এবি ব্যাংক কাকরাইল শাখার কর্মকর্তারা প্রধান কার্যালয়ের অনুমোদন ছাড়া সাতটি অবৈধ ব্যাংক গ্যারান্টির মাধ্যমে আরও ১০ কোটি টাকা ঋণ প্রদান এবং তা উত্তোলন করে আত্মসাৎ করেন।

সব মিলিয়ে আত্মসাৎ করা টাকার পরিমাণ ১৭৬ কোটি ১৮ লাখ টাকা।

Comments

The Daily Star  | English
Pathways to a new political order

Pathways to a new political order

The prospects for change are not without hope in Bangladesh.

9h ago