হোয়াইটওয়াশের মিশনেও আগে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে ইমন

Parvez Hossain Emon

প্রথম দুই ম্যাচে টস হেরে আগে ব্যাট করতে হয়েছিলো বাংলাদেশকে। তাতে ফল পক্ষে এসেছিলো, এবার টস জিতেও আগে ব্যাটিং বেছে নিয়েছে বাংলাদেশ। চোটে পড়া সৌম্য সরকারের জায়গায় একাদশে এসেছেন পারভেজ হোসেন ইমন।

সেন্ট ভিনসেন্টে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজ তাদের একাদশে এনেছে দুই বদল। আকিল হোসেন বিগ ব্যাশ খেলতে চলে যাওয়ায় অভিষেক হয়েছে পেসার জেডন সিলসের। ব্যাটার আন্দ্রে ফ্লেচারের জায়গায় অভিষেক হয়েছে অলরাউন্ডার জাস্টিন গ্রেইভসের।

বাংলাদেশ একাদশ: লিটন দাস, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, মেহেদী হাসান মিরাজ, জাকের আলি অনিক, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, শামীম হোসেন পাটোয়ারি, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: ব্র্যান্ডন কিং, জনসন চার্লস, নিকোলাস পুরান, রোস্টন চেজ, রভম্যান পাওয়েল, জাস্টিন গ্রেইভস, রোমারিও শেফার্ড, গুডাকেশ মোটি, আলজারি জোসেফ, ওবেদ ম্যাককয়, জেডন সিলস।

Comments

The Daily Star  | English

No place for Islamic extremism in Bangladesh: Yunus

Islamic extremism will never find a place in Bangladesh again, said Chief Adviser Muhammad Yunus recently

1h ago